ত্রাণ নিয়ে রাজনীতির অভিযোগ দিলীপের, আত্ম সমালোচনার পরামর্শ কুণালের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ যশ পরবর্তী পরিস্থিতিতে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে রাজনীতির ময়দানে বিজেপি। যদিও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, এই সংকটে রাজনীতির সময় নয় এটা।

অথচ বিজেপি রাজ্য সভাপতিই এই সময় রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছেন।রবিবার দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, ত্রাণ নিয়েও রাজনীতি করছে সরকার।পঞ্চায়েত স্তরে বিজেপি করার অভিযোগে দলীয় কর্মীদের ত্রাণ দেওয়া হচ্ছে না।

তিন মাসের জন্য তন্ময় ভট্টাচার্যকে সেন্সর করল আলিমুদ্দিন

এদিন তিনি আভিযোগ করেন, মুখ্যমন্ত্রী বলছেন, দুয়ারে রেশন, বলছেন দুয়ারে ত্রাণ দেবেন।সাধারণ মানুষ এসব পান আমরাও চাইছি। তবে সাধারণ মানুষ তো এই বিপর্যয়ের পর খোলা আকাশের নিচে রয়েছেন।সাধারণ মানুষ এখন ক্যাম্পে রয়েছেন, সেখানে খারারের ব্যবস্থা সরকারের তরফে এখনও করা হয়নি।আর করলেও সেখানে পঞ্চায়েত রাজনীতির রঙ দেখছে। বিজেপিকে ভোট দিয়েছো তোমাদের দেওয়া হবে না বলা হচ্ছে। এই সময় সরকারের আরও অ্যাকটিভ হওয়া উচিত।মুখ্যমন্ত্রী মিটিং করছেন ঠিক আছে তার লাভ কী হচ্ছে? কারণ সাধারণ মানুষ তো এখন রাস্তায় শুয়ে আছে।

যদিও বিজেপির এই অভিযোগ পত্রপাট খরিজ করেছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বিজেপির রাজ্য সভাপতির অভিযোগ খন্ডন করে বলেন, গতকালই বিজেপির রাজ্য কমিটির সদস্য তথা মুকুল রায়ের পুত্র সুভ্রাংশু রায় বলেছেন, রাজ্য সরকারের সমালোচনার আগে নিজেদের আত্মসমালোচনার প্রয়োজন। তিনি কেন সেকথা শুনছেন না। সরকার তার কাজ করছে। তাকে তার কাজ করতে দিন। বিজেপির এখন সময় নিজেদের আত্মসমালোচনা করার।

সম্পর্কিত পোস্ট