এসএসকেএম থেকে ছুটি পেলেও ফের অসুস্থ মদন মিত্র, যা্ওয়া হল না কামারহাটি
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ হাসপাতাল থেকে ছুটি পেয়ে হাসপাতাল চত্ত্বরেই গান গেয়েই নিজের আনন্দের বহিঃপ্রকাশ করেন। কিন্তু বাড়ি ফেরার পথেই বিপত্তি। ফের অসুস্থ হয়ে পড়েন মদন মিত্র। বাড়ি যাওয়ার আগে একটি মাজারে যান। সেখান থেকে একটি গুরুদ্বারায় যাওয়ার কথা ছিল। কিন্তু তার আগে শ্বাসকষ্ট শুরু হওয়ায় সেটি বাতিল হয়। তাঁর সঙ্গে থাকা অনুগামীরা রাস্তাতেই তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করেন।
রবিবারই এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান মদন মিত্র। হাসপাতাল থেকে বের হওয়ার সময় আপন মেজাজেই দেখা যায় তাঁকে। এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডের সিঁড়ি দিয়ে নামার সময় তাঁর পরনে ছিল লাল ধুতি, লাল পাঞ্জাবি, মুখে লাল মাস্ক ও চোখের সানগ্লাসও ছিল লালচে কাচের। কপালে লাল তিলক কাটা ‘লাল টুকটুকে’ মদনকে স্বাগত জানাতে উৎসাহী অনুগামীদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
খোশ মেজাজে হাসপাতালের সিঁড়িতে দাঁড়িয়েই ফেসবুক লাইভ শুরু করে দেন। লাইভে বিশেষ কিছু বলবেন না বলেও ১০ মিনিট ধরে বক্তৃতা ও রবীন্দ্রসংগীত গাইতে দেখা যায়। বিভিন্ন সিনেমার হিট ডায়লগের অনুকরণও শোনা যায় তাঁর গলায়।
মদন বলেন, ‘আমার নাকে লাম্প, ফুসফুসে প্যাচ দেখা দেয়। মুখ থেকে রক্ত বেরচ্ছিল। করোনা পরবর্তী সমস্যাও দেখা দিয়েছিল শরীরে। কিন্তু এসএসকেএমের চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা অক্লান্ত পরিশ্রম করে আমায় সুস্থ করে তুলেছেন। আমার কোনও অভিযোগ নেই। আমি বাড়ি ফিরছি, এটাই ভাল লাগছে।’ খোসমেজাজে বাংলা ছবির বেশ কিছু গানও গেয়ে ফেলেন তিনি।
সেখানেই তিনি জানান, এখন তিনি মোটামুটি সুস্থ। আবার মানুষের জন্য কাজে ঝাঁপিয়ে পড়তে চান। তিনি এদিন এও জানান, আদালতের নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে মেনে চলবেন। আর সে কারণেই মামলা নিয়ে কোনো বক্তব্য রাখতে চান না।
দলত্যাগীদের, তৃণমূল কংগ্রেস কি আবার ফিরিয়ে নেবে ? সময় যত যাচ্ছে বাড়ছে জল্পনা
তবে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ কে বাঁচানোর দায়িত্ব দিয়েছেন তার কাঁধে। হাসপাতাল থেকে বেরিয়েই সেই কাজে মনোনিবেশ করবেন তিনি। কামারহাটির মানুষের জন্য সেফ হোম। তাদের জন্য অক্সিজেন এর ব্যবস্থা করা। অভুক্ত মানুষদের জন্য খাবারের ব্যবস্থা করা তার কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাবে। এখান থেকে বেরিয়েই সোজাসুজি কামারহাটি যেতে চান তিনি।তার নাতিকে একবার চোখের দেখা দেখতে যাবেন মদন মিত্র।
হাসপাতাল থেকে বেড়িয়ে যাওয়ার কথা ছিল কামারহাটি বিধানসভা কেন্দ্রেও। কিন্তু মাঝপথে হঠাৎ শ্বাসকষ্ট শুরু হয় তাঁর। তাঁর সঙ্গে থাকা অনুগামীরাই তাঁকে ইনহেলার দেন। রাস্তাতেই তাঁকে অক্সিজেন দেওয়া হয়। তারপরই তাঁকে বাড়ি নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা গিয়ে তাঁর পরবর্তী চিকিৎসা করেন। অসুস্থ হয়ে পড়ায় কামারহাটি বিধানসভা কেন্দ্রতেও যেতে পারেননি তিনি।
যার জন্য সেখানকার মানুষের কাছে ক্ষমাও চেয়ে নেন তিনি। তিনি বলেন, “আমি আপনাদের কাছে যেতে পারছি না। অসুস্থ হওয়ায় আপনারাই আমার কাছে বারবার আসেন। তবে আমি কোন ছল করে অসুস্থ হইনি। যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ হয়ে আমি কামারহাটি যাব।”
উল্লেখ্য, গত ১৭ মে নারদ মামলায় মদন মিত্রকে গ্রেপ্তার করে সিবিআই। গ্রেপ্তার করা হয় ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়। কিন্তু তার পরের দিনই অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন মদন মিত্র। গত শুক্রবারই এই মামলায় জামিন পেয়েছেন তিনি।