আলাপন বন্দ্যোপাধ্যায়কে শোকজ কেন্দ্রের, ৩ দিনের মধ্যে জবাব তলব
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আলাপন ইস্যুতে কেন্দ্র-রাজ্য চাপানউতোর কমছেই না। ইয়াস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর থেকেই, ক্রমশ জলঘোলা হচ্ছে পরিস্থিতি। ৩১ মে অবসর নিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তার মাঝেই প্রধানমন্ত্রীর বৈঠকে মুখ্যসচিবের অনুপস্থিতির কারণ জানতে চেয়ে তাঁকে চিঠি দিয়েছে কেন্দ্র। অন্যথায় বিপর্যয় মোকাবিলা আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।
সোমবারই সেই চিঠি এসে পৌঁছেছে আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে। তার আগে চিঠিতে আলাপন বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে নর্থ ব্লকে হাজির হতে বলা হয়েছিল। কেন্দ্রের কথা না মেনে নির্ধারিত দিনেই অবসর নেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
চিঠি প্রকাশ্যে আসার পর দেখা যায় কলাইকুন্ডায় আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির কারণ জানতে চাওয়া হয়েছে সেই চিঠিতে। চিঠিতে লেখা হয়েছে প্রধানমন্ত্রীর বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্য সচিবের। তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক স্থানে এসে মুখ্যমন্ত্রীর সঙ্গেই ফিরে গিয়েছেন। এতেই মুখ্য সচিবের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন ভঙ্গ করার অভিযোগ উঠেছে।
প্রসঙ্গত, ২৪ মে মুখ্যসচিবের মেয়াদ বৃদ্ধিতে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া দেয় কেন্দ্র। প্রধানমন্ত্রীর ইয়াস পরবর্তী বৈঠকে মুখ্যমন্ত্রী এবং আলাপন বন্দ্যোপাধ্যায়ের অনুপস্থিতির পরই ক্রমশ পাল্টাতে শুরু করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি। প্রধানমন্ত্রী বৈঠক করে ফিরে যাওয়ার পর সেদিন রাতেই আলাপন বন্দ্যোপাধ্যায়কে নর্থব্লকে ৩০ মে ডেকে পাঠানো হয়। কেন্দ্রের সিদ্ধান্তে চরম ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করে ফেটে পড়েন ক্ষোভে।
ভিন রাজ্যে নারদ মামলা সরাতে মরিয়া সিবিআই
এই পরিস্থিতিতে সোমবারই সমস্ত বিতর্কে জল ঢেলে মেয়াদ শেষের পরে অবসর নিয়ে নেন আলাপন বন্দ্যোপাধ্যায়। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে চিফ অ্যাডভাইজার হিসেবে নিয়োগ করেন। মাসিক আড়াই লক্ষ টাকা ভাতা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
কেন্দ্রের এই সিদ্ধান্তের বিরোধীতা করেছে একযোগে সমস্ত রাজনৈতিক দলগুলি। সেই সঙ্গে প্রাক্তন আমলারাও কেন্দ্রের এই সিদ্ধান্তের বিপক্ষেই মত দিয়েছেন।
রাজনৈতিক মহলের মতে, ভোট-পরবর্তী পরিস্থিতিতে বেড়েছে করোনার গ্রাফ। করোনার প্রথম ঢেউতে আলাপন বন্দ্যোপাধ্যায় কোভিড ম্যানেজমেন্ট টিমের নেতৃত্ব দিয়েছিলেন। তাই এবারও মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছিলেন কোভিড পরিস্থিতি সামাল দিতে আলাপন বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ।
তবে যেভাবে আলাপনকে হাতিয়ার করে কেন্দ্র বনাম রাজ্যের রাজনৈতিক প্রতিহিংসার ছবির সামনে আসছে তাতে আখেরে ক্ষতি হবে কেন্দ্র সরকারের ভাবমূর্তির। এখন দেখার আলাপন ইস্যুতে কেন্দ্রের চিঠির জবাব কোন পথে দেন মুখ্যমন্ত্রী।