টিকা ছাড়া স্কুলে ঢুকতে পারবেন না শিক্ষকরা, কঠোর নির্দেশ ডিআইদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ টিকা ছাড়া আর স্কুলেই ঢুকতে পারবেন না শিক্ষকরা। একটি শিক্ষা জেলার ডিআইয়ের তরফে এমন নির্দেশ পেয়ে প্রধান শিক্ষক এবং শিক্ষকরা একটু অসন্তুষ্টই হয়েছিলেন। তাঁরা ভেবেছিলেন, ডিআই অতি সক্রিয় হয়ে এমন নির্দেশ দিচ্ছেন। তবে অন্যান্য জেলা থেকেও এমন নির্দেশ আসতে শুরু করায় শিক্ষকরা নড়েচড়ে বসেছেন।

তবে এ প্রসঙ্গে ডিআইরা সাফ জানাচ্ছেন, দপ্তরের নির্দেশ মতোই এই কড়া বার্তা তাঁদের তরফে দেওয়া হয়েছে। সরকারি কর্মীদের মধ্যে শিক্ষকরা টিকা পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকারের তালিকায় পড়েন। ভোটের ডিউটির সময় একটা বড় অংশের শিক্ষক টিকা পেয়েছিলেন। তবে যাঁরা সেসময় টিকার দু’টি বা একটি টিকার ডোজও পাননি, তাঁদের জন্য জেলায় জেলায় কর্মসূচি শুরু হয়েছে।

বিভিন্ন স্কুল এবং শিক্ষার প্রশাসনিক ভবনে সেই টিকাদান কর্মসূচি চলছে। কলকাতা জেলায় যেমন আরও তিনদিন এই কর্মসূচি চলবে। ২ এবং ৩ জুন কলকাতার বাসিন্দা কিন্তু বাইরের স্কুলে কর্মরত, এমন শিক্ষক-শিক্ষিকাদের টিকা দেওয়া হবে। এমন শিক্ষকের সংখ্যা নশোর কাছাকাছি।

আলাপন বন্দ্যোপাধ্যায়ের কড়া শাস্তির দাবীতে সরব শুভেন্দু

তবে টিকা নিয়ে ভীতি বা অবিশ্বাস রয়েছে শিক্ষকদের একাংশের মধ্যেও। তাদের জন্যই এই কড়া ভাষায় আদেশ জারি করছেন ডিআইরা। একজন ডিআই জানান, স্কুল শিক্ষা কমিশনের প্রত্যেকটি জেলার সরকারি জেলাশাসক শিক্ষা বিষয়ক আধিকারিক এবং মাধ্যমিক এবং প্রাথমিক শিক্ষার্থীদের নিয়ে একটি ভিডিও কনফারেন্স হয়েছে।

তাতেই বলা হয়েছে কোনও শিক্ষক যেন টিকা থেকে বাদ না পড়েন। যদি তা হয়, তাহলে তাঁদের স্কুলে ঢুকতে দেওয়া হবে না ভবিষ্যতে। কারণ এর সঙ্গে ছাত্রছাত্রীদের সুরক্ষার বিষয়টি জড়িয়ে।

সম্পর্কিত পোস্ট