দেশে কিছুটা বাড়ল দৈনিক আক্রান্তের সংখ্যা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কিছুটা বাড়ল দেশে করোনার দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১,৩২,৭৭৮ জন। বেড়েছে মৃতের সংখ্যাও। বুধবার সারা দেশে মৃত্যু হয়েছে ৩,২০৭ জনের৷
এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৮৩,০৭,৮৩২ জন। মোট মৃতের সংখ্যা ৩,৩৫,১০২ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৭,৯৩,৬৪৫ জন। সারা দেশে টিকা নিয়েছেন ২১,৮৫,৪৬,৬৬৭ জন।
মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৪,১২৩ জন। কর্ণাটকে একদিনে আক্রান্তের সংখ্যা ১৪,৩০৪ জন। কেরলে একদিনে আক্রান্ত হয়েছেন ১৯,৭৬০ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত ২৬,৫১৩ জন। পশ্চিমবঙ্গে অনেকটা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৪২৪ জন।
করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই চলছে টিকাকরণ প্রক্রিয়া৷ একাধিক রাজ্যে ইতিমধ্যেই টিকার ঘাটতি দেখা গিয়েছে। তবে জুলাই মাসে সেই ঘাটতি পুরণ হবে। এমনটাই আশা কেন্দ্রের। চলতি বছরের শেষে দেশে ১০৮ কোটি মানুষ টিকা পাবেন বলে জানিয়েছে কেন্দ্র।
কোভ্যাকসিন এবং কোভশিল্ডের মাঝে জুন মাস থেকেই আসতে চলেছে রাশিয়ান টিকা স্পুটনিক ভি। এছাড়াও ফাইজার, জনসন অ্যান্ড জনসনের মতো কোম্পানিরা পা বাড়িয়ে রেখেছে বলে দাবী কেন্দ্রের।