অভিষেকের পরই মুকুল পত্নীকে দেখতে হাসপাতালে দিলীপ ঘোষ, ক্ষোভের আগুনে জল নাকি অন্য সমীকরন?
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়কে দেখতে এবার হাসপাতালে হাজির দিলীপ ঘোষ। আজকে সন্ধ্যার কিছু পরেই দক্ষিণ 24 পরগনার সফর সেরে সোজা মুকুল রায়ের স্ত্রীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের সঙ্গে কথা হয় তাঁর। খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে।
দিন কয়েক আগেই শুভ্রাংশু রায় অভিযোগ করেছিলেন, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারী ছাড়া বঙ্গ বিজেপির কোনো নেতাই খোঁজ নেননি তাঁর মায়ের। তার পরই শুভ্রাংশুর সোশ্যাল মিডিয়া পোস্ট সেই জল্পনার আগুনে ঘৃতাহুতি দেয়। তড়িঘড়ি সেই ক্ষোভের আগুনে জল ঢালতেই হাজির দিলীপ ঘোষ। মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
রাজনৈতিক মহলের মতে,. বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির কার্যকলাপে মোটেই খুশি ছিলেন না তিনি। ঘনিষ্ঠ মহলে অসন্তোষ প্রকাশ করেছিলেন একের পর এক তৃণমূল ত্যাগী নেতাদের বিজেপিতে জায়গা দেওয়ায়। শুধু তাই নয় প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও কেন্দ্রীয় নেতৃত্বের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন তিনি।
কৃষ্ণা রায়কে দেখতে হাসপাতালে অভিষেক, সৌজন্য নাকি মুকুলের রং পরিবর্তনের ইঙ্গিত?
ভোটের ফলাফলে দুই অঙ্কের গন্ডিতেই মুখ থুবড়ে পড়া বিজেপি নেতৃত্বরা হাজির হন মুকুল রায়ের বাড়িতে তাঁর মানভঞ্জনে। কিন্তু তারপরেও সেভাবে সক্রিয় হতে দেখা যায়নি তাঁকে। বিরোধী দলনেতা হওয়ার দৌড় থেকেও স্বেচ্ছায় সরে আসেন বঙ্গ রাজনীতির চানক্য।
পর্যবেক্ষকদের মতে, মুকুল রায় কখনই চাননি বিধানসভায় প্রার্থী হতে। একইসঙ্গে তিনি এটাও জানতেন যে ম্যাপে দল চলছে তাতে পরাজয় অনিবার্য। তাই চানক্যর ভূমিকায় থেকে নির্বাচনে বৈতরণী পার করতে চেয়েছিলেন তিনি। বিধানসভা পরবর্তী পরিস্থিতিতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর দাপটে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়ছেন মুকুল রায়। সেই দূরত্ব ঘোচাতেই দিলীপ ঘোষকে শিখন্ডি খাড়া করে এগোতে চাইছে বঙ্গ বিজেপি।
উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্য সাক্ষাতের পরই দিলীপ ঘোষের সেখানে উপস্থিতি নিঃসন্দেহে নতুন মাত্রা তৈরী করছে। যদিও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি রায় পরিবারের কোনো সদস্যই। পরিস্থিতি কোনদিকে মোড় নেই ক্রমশ প্রকাশ্য।