Corona Update- দেশ জুড়ে কমেছে আক্রান্তের সংখ্যা ,সোমবার থেকে দেওয়া হবে স্পুটনিক ভি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ক্রমশ দেশে কমছে করোনা সংক্রমনের সংখ্য। গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন 1 লক্ষ 32 হাজার 364 জন। মোট আক্রান্তের সংখ্যা 2 কোটি 85 লক্ষ 74 হাজার 350 জন।

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট 2 কোটি 65 লাখ 97 হাজার 655 জন। মোট মৃতের সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৭০২জন। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ১৬ লক্ষ ৩৫ হাজার ৯৯৩।

এই পরিস্থিতিতে রাজ্যে আরও টিকা পাঠাচ্ছে কেন্দ্র। রাজ্যে এল ৮০ হাজার কোভ্যাকসিন। শুক্রবার সকালে হায়দরাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় এসে পৌঁছয় ভ্যাকসিন।

বিমানবন্দর থেকে বাগবাজার স্টোরে নিয়ে যাওয়া হয়েছে এই ভ্যাকসিন। এখনও রাজ্যে টিকা নিয়েছেন ১ কোটি ৫৪ লক্ষের বেশি মানুষ।

মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে ফের মৃত্যু ১ ব্যক্তির, ক্রমেই আতঙ্ক বাড়ছে শিলিগুড়িতে

কলকাতায় পা রেখেছে রাশিয়া নির্মিত বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন স্পুটনিক ভি। শুক্রবার থেকেই শহরের একটি বেসরকারি হাসপাতালে দেওয়া শুরু হবে।

সোমবার থেকে পুরোদমে টিকাকরণ চলবে স্পুটনিক ভি-এর। কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের পর এই নিয়ে তৃতীয় করোনা টিকা এসে পৌঁছেছে রাজ্যে। আগামী দু’দিন বাছাই করা কয়েকজনকে এই ভ্যাকসিন দেওয়া হবে বলে জানা গিয়েছে।

সম্পর্কিত পোস্ট