বিধানসভা নির্বাচনে কাজে অবহেলা জের ! কমিশনের শাস্তির মুখে মালদার ৭ অধ্যাপক

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নির্বাচনী বিধি ভঙ্গ ও সরকারি নির্দেশ না মানার অভিযোগে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৭ অধ্যাপকের বিরুদ্ধে ব্যবস্থা নিলেন ডিসট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসক রাজশ্রী মিত্র।

১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ১৩৪ নম্বর ধারা অনুযায়ী এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। অধ্যাপকদের কাছে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে তাদের ৫০০ টাকা করে জরিমানা ও ইলেকশন ডিউটি বাবদ প্রাপ্ত টাকা সরকারি তহবিলে জমা দিতে হবে।

জমা না দেওয়া হলে পাবলিক রিকভারি অ্যাক্ট অনুযায়ী এই টাকা তাদের থেকে আদায় করে নেয়া হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে, এই জরিমানার বিষয়টি অভিযুক্ত অধ্যাপকদের সার্ভিস বুকে নথিভুক্ত করে তার প্রতিলিপি জেলাশাসকের দপ্তরে জমা দিতে হবে।

প্রতি রাতে দাহ করা হচ্ছে কোভিডের দেহ, পুরকর্মীদের পাশে প্রশাসক

এ ব্যাপারে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অপূর্ব চক্রবর্তী জানান,’চিঠি পেয়েছি তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু এখনো জানা নেই। খোঁজ নিয়ে বলতে পারব।’ গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৬ বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদমর্যাদার ওই ৭ জন অধ্যাপক হলেন
বিশ্বজিৎ মিত্র ও শুভজিৎ মজুমদার (অর্থনীতি), পূর্বায়ন না (দর্শন), অয়ন দাস (রাষ্ট্রবিজ্ঞান), স্বদেশ পাল (ভূগোল), অনিন্দ্য চৌধুরী (সংস্কৃত), এবং শ্রীমন্ত দে (গণিত)।

এ বিষয়ে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় এক্সভিদিপ কাউন্সিলের সদস্য শক্তিপদ পাত্র জানিয়েছেন, ‘জেলাশাসক নিয়ম মেনে এই কাজ করেছেন। এই সমস্ত অধ্যাপকদের উচিত ছিল আগেই জেলাশাসকের কাছে গিয়ে নিজেদের ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে নেওয়া।’

এর আগেও উপজেলা নির্বাচন কমিশন নির্বাচনী কাজে অবহেলায় অনেককে শোকজ এবং শাস্তিমুলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। কিন্তু এবারে অধ্যাপকদের বিরুদ্ধে জেলাশাসকের এই অবস্থান কিছুটা নজিরবিহীন বলেই মনে করছেন জেলার শিক্ষাবিদেরর একটা অংশ।

এখন আগামীতে এ ব্যাপারে জেলাশাসক ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি পদক্ষেপ গ্রহণ করেন তার দিকেই তাকিয়ে রয়েছে জেলা শিক্ষা মহল।

সম্পর্কিত পোস্ট