শুভেন্দুকে বিরোধী দলনেতার মতো আচরণের পরামর্শ অভিষেকের
দ্য কোয়ারি ডেস্ক: যশ বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের পরিদর্শনে গিয়ে নাম না করে রাজ্যের বিরোধী দলনেতাকে আক্রমণ করেছিলেন তৎকালীন তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। এবার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে গঠনমূলক রাজনীতি আশা করেন বলে জানালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সরাসরি শুভেন্দু অধিকারীর নাম মুখে আনে নি। তবে তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দুকে বিরোধী দলনেতা সম্বোধন করেছেন তিনি। স্পষ্ট ভাষায় অভিষেক বলেন, ‘কুৎসা না করে বিরোধী দলনেতার কাজ করুন। তিনি বাংলার মানুষকে অপমান করছেন। বাংলার ৪০ লক্ষ মানুষ বিজেপি শাসিত রাজ্যে কাজ করেন, তাঁদের দেখে নেওয়া হবে বলে হুমকি দিচ্ছেন। অভিষেকের কথায়, বাংলার মানুষ তাঁর এই ধরনের বক্তব্য সহ্য করেন না, তারা কোন ধরনের হুমকি মেনে নেবেন না।’
একইসঙ্গে তিনি বিরোধী দলনেতাকে অনুরোধ করেন, গঠনমূলক ভূমিকা পালন করুন। কুৎসা না করে বিরোধী দলনেতার মতো আচরণ করুন।
এদিন সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসাবে অভিষেককে অনেক বেশি আত্মপ্রত্যয়ী মনে হয়েছে।
প্রতি ক্ষেত্রে তাঁর উত্তর শুনে মনে হয়েছে, যেন একজন দুঁদে রাজনীতিক। তার ক্ষমতায়ন সম্পর্কে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছিল তিনি সেকেন্ড-ইন-কমান্ড। সংবাদ মাধ্যমের সেই বক্তব্য খারিজ করে দিয়ে অভিষেক বলেন,২০১৪ সালের ১৬ অক্টোবর আমি তৃণমূল কংগ্রেস যুবর দায়িত্ব নিয়েছিলাম।
সাড়ে ছয় বছর সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন। আমার সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা এবং তৃণমূলের সমষ্টিগত ভাবনাকে বাংলার নানা জেলায় পৌঁছে দিতে পেরেছি।
দল আমাকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মনোনীত করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। দলে প্রবীনদের কাছে কৃতজ্ঞ। কিন্তু আমাদের দলে একজনই নেত্রী। আর আমরা সবাই কর্মী। আমরা কর্মী হিসেবেই কাজ করি।