ঝড় বৃষ্টি এবং বজ্রপাত দক্ষিণবঙ্গে প্রাণ কাড়ল ২১ জনের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ চরম দাবদাহের পর সোমবারের বৃষ্টি পশ্চিমবঙ্গবাসীর জন্য স্বস্তি এনে দিয়েছিল৷ কিন্তু বিকেলের ঝড় বৃষ্টি এবং বজ্রপাত প্রাণ কাড়ল ২১ জনের৷
হুগলী জেলায় ১০, মুর্শিদাবাদে ৯ এবং পশ্চিম মেদিনীপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ জনের৷ আহত এবং মৃতের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
খানাকুলে ৪ জনের মৃত্যু হয়েছে। তারকেশ্বর, সিঙ্গুর এবং হরিপালে বাকি ছয় জনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদে জঙ্গিপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে ৭ জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। মেদিনীপুরের চন্দ্রকোনাতে ২ জনের মৃত্যু হয়েছে। আহত এবং নিহতদের বেশীরভাগ জন মাঠে কাজ করতে গিয়েই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।
কুড়ি বছর রাজ্য প্রশাসনের কোনও পদ নেবেন না অভিষেক
এদিন খবর পাওয়া মাত্রই প্রধানমন্ত্রীর দফতরের তরফে আর্থিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারের জন্য ২ লক্ষ টাকা এবং আহত দের পরিবারের জন্য ৫০ হাজার টাকা ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দফতর৷