অভিভাষণে নেই লাইভ কভারেজ, টুইটারে ক্ষোভ উগরে দিলেন রাজ্যপাল

অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট পেশের সময় মিডিয়ার লাইভ কভারেজের আবেদন মঞ্জুর করা হল, কিন্তু রাজ্যপালের বাজেট অভিভাষণের সময় লাইভ কভারেজের আবেদন মঞ্জুর করা হল না।

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য বনাম রাজ্যপালের সংঘাত এ রাজ্যে নতুন কোনও ঘটনা নয়। দু’পক্ষের বণীবনায় একাধিকবার উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। এমনকি রাজ্যপাল কেন্দ্র সরকারের প্রতিনিধি বলে অভিযোগ তুলেছেন রাজ্যের একাধিক নেতা মন্ত্রী। কিন্তু ছবিটা পালটে গেল শুক্রবারেই। বিধানসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাজ্যপালের অভিভাষণের সময় শোনা গেল রাজ্যের সুখ্যাতি। দেখে অবাক হয়েছিল রাজনৈতিক মহল।

 

যে রাজ্যপাল রাজ্যের আইনশৃংখলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সেই রাজ্যপালের মুখে বলতে শোনা গেল গত বছরে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবী করেন তিনি। কিন্তু সোমবার বাজেট পেশের পর আবার গোঁসা করলেন রাজ্যপাল। কারণ হিসাবে তিনি টুইটে লিখলেন, অর্থমন্ত্রী অমিত মিত্রের বাজেট পেশের সময় মিডিয়ার লাইভ কভারেজের আবেদন মঞ্জুর করা হল, কিন্তু রাজ্যপালের বাজেট অভিভাষণের সময় লাইভ কভারেজের আবেদন মঞ্জুর করা হল না। প্রশ্ন তুলে সংবিধানের ১৭৬ নম্বর ধারাকে সামনে রেখেছেন তিনি।

আরও পড়ুনঃ Budget 2020-21 LIVE: সরাসরি বিধানসভা থেকে

এদিন রাজ্যপাল জগদীপ ধনকড় আরও বলেন, এটা রাজ্যের সাংবিধানিক প্রধানের সঙ্গে অসহিষ্ণু ব্যবহার করা হল। এমনকি একজন সাংবিধানিক প্রধান হিসাবে রাজ্যপালের সঙ্গে যে ব্যবহার করা হল তার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

 

সম্পর্কিত পোস্ট