মমতার সঙ্গে বৈঠকে কৃষক আন্দোলনের নেতারা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মোদি সরকারের তিন কৃষি আইনের বিরোধিতায় সিঙ্ঘু, টিকরি এবং গাজিপুর বর্ডারে চলছে আন্দোলন। শামিল হয়েছেন দেশের লক্ষাধিক কৃষক। দীর্ঘ ছয় মাসের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
২১ এর নির্বাচনে বিপুল ভোটে জয়ী হওয়ার পর কৃষকদের সঙ্গে বৈঠকের আশ্বাস দিয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। বুধবার সেই বৈঠকের আগে কলকাতায় উপস্থিত হয়েছেন রাকেশ টিকায়িত সহ সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বরা।
টানা ছয় মাস ধরে বিভিন্ন পর্যায়ে চলছে আন্দোলন৷ কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়ে তাঁদের সঙ্গে ফোনে কথা বলেন মমতা বন্দোপাধ্যায়। নির্বাচনে জয়ী হলে কৃষক নেতাদের সঙ্গে কথা বলবেন। এমনটাই কথা দিয়েছিলেন তিনি।
ইতিমধ্যেই কলকাতায় উপস্থিত হয়েছেন রাকেশ টিকায়িত, অনুজ সিং এবং যদুবীর সিংরা৷ বুধবার তাঁদের নবান্নে নিয়ে আসবেন তৃণমূলের কৃষক সংগঠনের নেতা পূর্ণেন্দু বসু।
এর আগে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে বিজেপির বিরোধিতায় প্রচারে শামিল হয়েছিলেন কৃষকরা৷ ‘বিজেপিকে একটিও ভোট নয়’ -এর প্রচারে জনসভা করেছিলেন মৌলালি, ভবানীপুর, সিঙ্গুর এবং আসানসোলে।
মমতার কৃষক আন্দোলনকে সমর্থন এবং কৃষকদের এই প্রচার মমতাকে বৈতরণি পার করতে সুবিধা করেছে বলে মনে করেছিল রাজনৈতিক মহল। এখন কৃষকদের সঙ্গে বৈঠক করে জাতীয় রাজনীতিতে ক্ষমতা বাড়াতে চাইছে তৃণমূল? প্রশ্ন রাজনৈতিক মহলে।
এবিষয়ে কৃষক নেতা যদুবীর সিংয়ের সঙ্গে কথা বলে দ্য কোয়ারি। তিনি বলেন, দুপুর তিনটে থেকে শুরু হবে বৈঠক৷ বিজেপির বিরুদ্ধে যেভাবে মমতা বন্দোপাধ্যায় রুখে দাঁড়িয়েছেন তার জন্য অভিনন্দন জানাবেন। একইসঙ্গে আগামী দিনে পশ্চিমবঙ্গকে মডেল রাজ্য হিসাবে তুলে ধরার কথাও আলোচনা হবে এদিনের বৈঠকে।