বিধানসভায় কী হবে রণনীতি? প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শুভেন্দু

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিধানসভা নির্বাচনে ৭৭ টি আসন পেয়েছে বিজেপি। বিধানসভায় বিরোধী দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীকে। আগামী দিনে বিধানসভায় পদক্ষেপ কী হবে তা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে নন্দীগ্রামের বিধায়ক। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দফতরে হাজির হয়েছেন শুভেন্দু।

এর মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি৷ নির্বাচন পরবর্তী হিংসা এবং বিধানসভার রণনীতি নিয়ে হয় বৈঠক।

সূত্রের খবর, বিধানসভায় স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান পদে কারা নিযুক্ত হবেন সেই নিয়ে আলোচনা হবে৷ আলোচনার মধ্যে থাকবে কোন কমিটিতে কোন বিধায়ক থাকবেন।

নির্বাচনের আগেও শুভেন্দুর ওপরেই ভরসা রেখেছিলেন কেন্দ্রীয় নেতারা৷ নির্বাচন পরবর্তীতে যারা দলবদল করতে চাইছেন তাঁদেরকে ফেরাতে বিজেপির প্রধান অস্ত্র হতে পারেন শুভেন্দু অধিকারী।

শুভেন্দুর দিল্লি যাওয়ার কথা জানতেন না রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। একথা নিজেই স্বীকার করে দিলীপ ঘোষ বলেছেন, শুভেন্দু অধিকারী কেন দিল্লি গেছেন তা দিল্লির নেতারা বলতে পারবেন। এরই মধ্যে মঙ্গলবার দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তথাগত রায়। কিছুদিন আগেই দলের একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

এরই মধ্যে বুধবার দিল্লি পৌছলেন আরও তিন সাংসদ অর্জুন সিং, নিশীথ প্রামাণিক এবং সৌমিত্র খাঁ। তিন সাংসদের দিল্লি যাত্রা নিয়ে অবগত নয় রাজ্যের নেতারা।

সম্পর্কিত পোস্ট