বিজেপিতে যোগ দিতে দীনদয়াল উপাধ্যায় মার্গে জিতিন প্রসাদ
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মনমোহন সিংয়ের প্রধানমন্ত্রীত্বে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। গান্ধী পরিবারের সঙ্গে পারিবারিক সম্পর্ক বহুদিনে৷ পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের দায়িত্বে থাকা জীতিন প্রসাদ কি এবার গেরুয়া শিবিরে? জাতীয় রাজনীতিতে শুরু জল্পনা।
কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের সঙ্গে দেখা করেন তিনি। সেখান থেকেই শুরু নতুন করে জল্পনা। এর আগে কংগ্রেস থেকে বিজেপিতে যান রাহুল গান্ধী ঘনিষ্ট জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তখন থেকেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জীতিন প্রসাদের দলবদল নিয়ে জল্পনা চলছিল। তা অবশ্য আগেই নস্যাৎ করে দেন তিনি।
গত বছরেই দলের সর্বভারতীয় সভাপতি পূর্ণ পদের জন্য আবেদন জানিয়ে সোনিয়া গান্ধীকে চিঠি লেখেন ২৩ জন নেতা। তার মধ্যে একজন ছিলেন জীতিন প্রসাদ৷বরাবরই গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতার চিঠি নিয়ে দলের অন্দরে জল্পনা তৈরি হয়।
পরবর্তীকালে পশ্চিমবঙ্গের নির্বাচনে দলের দায়িত্ব দেওয়া হয় জীতিনকে। বাংলায় আইএসএফের সঙ্গে জোট নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছে তাঁকে।
২০২২ এ বিধানসভা নির্বাচন রয়েছে উত্তরপ্রদেশে। তার আগে রাজ্যের এক হেভিওয়েট নেতার দলবদল নিয়ে শোরগোল জাতীয় রাজনীতিতে।