করোনা জয় করে বাড়ি ফিরলেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য

দ্য কোয়ারি ডেস্ক: হাসপাতাল থেকে ছাড়া পেলেন বুদ্ধদেব ভট্টাচার্য। করোনাকে সম্পূর্ণ জয় করে আজই বাড়ি ফিরছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। উডল্যান্ড হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এক্সাইডের কাছে মেরিল্যান্ড নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই সেফহোমে ছিলেন তিনি।

আজ সম্পূর্ণ সুস্থ হয়ে পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরছেন বুদ্ধদেব ভট্টাচার্য। প্রায় দুসপ্তাহ ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

বুদ্ধবাবু সস্ত্রীক করোনা আক্রান্ত হওয়ার পর বাড়িতেই তাঁর চিকিৎসা চলছিল। সেদিন রাতেই শ্বাসকষ্ট জনিত সমস্যায় হাসপাতালে ভর্তি করা হয় তার স্ত্রী মীরা ভট্টাচার্যকে। তিনি উডল্যান্ড হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর পর অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়ায় দ্রুত বুদ্ধ বাবুকে হাসপাতালে ভর্তি করার সিদ্ধান্ত নেন চিকিত্সকরা।

এতদিন চিকিৎসকদের করা তত্ত্বাবধানে ছিলেন তিনি। উডল্যান্ড হাসপাতাল থেকে বুদ্ধবাবু সুস্থ হয়ে ওঠার পর মেরিল্যান্ড নার্সিংহোমে ভর্তি করা হয়। কারণ তখন অসুস্থ ছিলেন মীরা ভট্টাচার্য এবং বুদ্ধবাবুর কন্যা। তাই নতুন করে চিকিৎসকেরা আর কোনো রিস্ক নিতে চাননি।

আজ বুদ্ধবাবুর সঙ্গে বাড়ি ফিরবেন তার স্ত্রী মিরা ভট্টাচার্য এবং কন্যাও। ইতিমধ্যেই মেরিল্যান্ড থেকে দুপুরের খাওয়া-দাওয়া সেরে পাম অ্যাভিনিউয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য।

প্রসঙ্গত, ১৯ মে করোনা আক্রান্ত হয়েছিলেন সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্য। দীর্ঘদিন ধরে সিওপিডির সমস্যায় ভুগছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট