একঘর তৃণমূল নেতাদের সঙ্গে চায়ের আড্ডা, তবে প্রণব পুত্রের দলবদল!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার বিকেলে জলঙ্গির বাড়িতে বসে একঘর তৃণমূল নেতাদের সঙ্গে আড্ডা দিলেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখ্যোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখ্যোপাধ্যায়। তারপর থেকেই তাঁর দলবদল নিয়ে শুরু হয়েছে জল্পনা।

বজ্রপাতে মৃত পরিবারের সঙ্গে দেখা করতে মুর্শিদাবাদে উপস্থিত হন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ সেদিনেই জেলার এক ঝাঁক তৃণমূল নেতাদের সঙ্গে সাক্ষাৎ করলেন অভিজিৎ মুখ্যোপাধ্যায়। চলল চায়ের আড্ডা।

উপস্থিত ছিলেন জেলা তৃণমুল সভাপতি আবু তাহের, সাংসদ খলিলুর রহমান এবং মন্ত্রী আখরুজ্জামান। এছাড়াও ছিলেন বিধায়ক ইমানি বিশ্বাস, মহম্মদ সোহরাব সহ একাধিক নেতৃত্ব। এদিন অভিজিৎ মুখ্যোপাধ্যায়ের বাড়িতে বেশ কিছু সময় ধরে বৈঠক হয়। যদিও এই বৈঠককে সৌজন্য সাক্ষাৎ বলছেন উভয় পক্ষই।
অভিজিৎ মুখ্যোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেকের সঙ্গেই সুসম্পর্ক রয়েছে। এর সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই।ব্যক্তিগত সম্পর্কের কারণেই সাক্ষাৎ। এটা শুধুমাত্র চায়ের আড্ডা।

২০১৪ সালে প্রণব মুখ্যোপাধ্যায়ের কেন্দ্র জঙ্গিপুরে প্রার্থী হন অভিজিৎ মুখ্যোপাধ্যায়৷ তারপর প্রার্থী হলেও জয় পাননি তিনি। তার ওপর বিধানসভা নির্বাচনে একটিও আসন পায়নি কংগ্রেস। দলের শোচনীয় হারের পর কংগ্রেস নেতার দলবদল ঘিরে শুরু হয়েছে জল্পনা। যদিও এবিষয়ে গুরুত্ব দিতে নারাজ প্রণব পুত্র৷

সম্পর্কিত পোস্ট