তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যাচ্ছেন মুকুল!

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন মুকুল রায়৷ তৃণমূলে যোগদানের আগে তাঁর পরিচয় ছিল বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং বিধায়ক হিসাবে। কিন্তু দলবদলের পর আইনি জটিলতায় খারিজ হতে পারে বিধায়ক পদ। তবে কী তৃণমূলের টিকিটে রাজ্যসভায় যেতে পারেন তিনি? যা ঘিরে জল্পনা তুঙ্গে।

তৃণমুলের প্রতিষ্ঠা দিবস থেকেই একনিষ্ঠ সদস্য ছিলেন। মমতা বন্দোপাধ্যায়ের সেকেন্ড-ইন-কম্যান্ড বলেই পরিচিত ছিলেন তিনি। কিন্তু ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসে মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগ দেন। গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র মুকুল রায়ের মতো কেউ জানেন না বলেই মনে করেন রাজনৈতিক মহলের একাংশ। সেকারণে ১৯ এর লোকসভা নির্বাচনে ১৮ টি আসন পায় গেরুয়া শিবির।

শিবির বদল করলেও তৃণমূলের সমস্ত নেতাদের সঙ্গে তাঁর সুসম্পর্ক ছিল৷ লোকসভা নির্বাচনের আগে এবং পরে তাঁর হাত ধরেই একাধিক নেতা যোগদান করে। ধীরে ধীরে ভাঙতে শুরু করে তৃণমূল। একাধিক হেভিওয়েট নেতারা বিজেপিতে যান মুকুল রায়ের হাত ধরেই। ২১ বিধানসভা নির্বাচনের আগে থেকেই বিজেপির সঙ্গে দুরত্ব বাড়তে শুরু করে তাঁর। এর পর নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিধায়ক পদের জন্য লড়াই করেন। তৃণমূলের বিরুদ্ধে প্রচার না করেই কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি। বিধানসভায় শপথ নেন বিজেপি বিধায়ক হিসাবেই।

এখন আবার শিবির বদল করে তৃণমূলে ফিরলেন। মুকুল রায়ের তৃণমূলে ফেরাকে অনেকে ঘর ওয়াপসি বলছেন। কিন্তু বিজেপি থেকে তৃণমূলে আসার পর মুকুলের বিধায়ক পদ নিয়ে টানাটানি শুরু হতে পারে। হয়তো আইনি জটিলতায় গিয়ে বিধায়ক পদ খারিজও হতে পারে। তাই মুকুলকে আরও একবার রাজ্যসভায় পাঠাতে চাইছেন মমতা।

এর আগেও মুকুলকে রাজ্যসভার সদস্য করেন মমতা বন্দোপাধ্যায়৷ রেলমন্ত্রীর পদ ছেড়ে দেন মুকুলের জন্য। তবে এবারে লক্ষ্যটা আলাদা। সদ্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২৪ এর লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে তৃণমূলের বিস্তারে মমতার প্রধান অস্ত্র হতে পারেন অভিষেক। মুকুলের মতো চৌখস নেতাকে সঙ্গে নিয়ে জাতীয় রাজনীতিতে সম্প্রসারণ ঘটাতে পারে তৃণমূল।

কৃষক নেতাদের সঙ্গে যশবন্ত সিনহা এবং মমতার বৈঠক অনেকটা তারই ইঙ্গিত দিয়েছে। তাই মুকুল রায়কে ব্যবহার করেই সর্বভারতীয় স্তরে বিস্তার ঘটাতে চাইছে তৃণমূল।

সম্পর্কিত পোস্ট