ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে রিজিওনাল হাব ঘোষণা স্বাস্থ্য দফতরের
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মিউকরমাইকোসিসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন চার জন। এছাড়াও মেডিকেলে ১৫ জনের শরীরে মিলেছে এই ছত্রাক রোগের জীবাণু।
মিউকরমাইকোসিসের চিকিৎসার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তর ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিকেল এডুকেশন এন্ড রিসার্চ (IPGMR) কে স্টেট হাব করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালকে রিজিওনাল হাব তৈরি করা হয়েছে।
জানা গেছে উত্তরবঙ্গের যেকোনো জেলায় ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ ধরা পড়লে তার চিকিৎসা করবে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ। শুক্রবার উত্তরবঙ্গ মেডিকেলের লেকচার হলে এক সেমিনারের আয়োজন করা হয় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের এডুকেশন ইউনিটের তরফে।
ডাকাতির ছক কষার আগেই পুলিশের জালে ৩ চক্রী
এই সেমিনার থেকে ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসার পদ্ধতি ও চিকিৎসা নিয়ে একটি রূপরেখা তৈরি করা হয়। এরপর রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে গাইডলাইন প্রকাশ হলে সেই মতো চিকিৎসা করা হবে।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ইন্দ্রজিৎ সাহা বলেন, যে পরিমাণ রোগী ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত হচ্ছেন তার চেয়ে বেশি পরিমাণ বেড ও পরিকাঠামো প্রস্তুত রয়েছে।
এছাড়াও রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালকে মিউকরমাইকোসিস চিকিৎসার রিজিওনাল হাব ঘোষণা করায় সেইমতো পরিকাঠামো এবং চিকিৎসকদের প্রস্তুত রাখা হচ্ছে বলে জানান তিনি।