৩০ জুন পর্যন্ত বাড়তে পারে বিধিনিষেধ, চূড়ান্ত সিদ্ধান্ত আজই
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রবিবার সন্ধ্যাবেলা স্বাস্থ্য দফতরের তরফে যে বুলেটিন প্রকাশ করা হয়েছে তাতে দেখা গেছে ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ৩৯৮৪। অনেকটাই কমেছে মৃত্যুর সংখ্যা। তবে এখনো পর্যন্ত সংক্রমনের নিরিখে এগিয়ে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা। তারপরেই কলকাতা।
অন্যদিকে করোনার বাড়বাড়ন্ত রুখতে ১৫ জুন পর্যন্ত বিধিনিষেধে জারি করে সরকার। সূত্রের খবর এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সোমবার বৈঠকে বসতে পারে সরকার। স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং প্রশাসনিক মহলের অনেকেরই বক্তব্য সংক্রমনের শৃঙ্খল ভাঙতে বিধি-নিষেধ অনেক কার্যকর হয়েছে। তবে অর্থনৈতিক দিক থেকে ক্রমশ বাড়তে শুরু করেছে রাজ্যের উপর চাপ।
এই পরিস্থিতিতে কী করা উচিত সে ব্যাপারে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরেই ভরসা রাখছেন তারা। জানা যাচ্ছে আমাদের রাজ্যে ৩০ জুন পর্যন্ত বাড়তে পারে এই বিধিনিষেধের সময়সীমা। তবে সে ক্ষেত্রে গণপরিবহনে বেশ কিছু জায়গায় ছাড় মিলতে পারে। একই সঙ্গে শপিং মল এবং মেট্রো চালু হতে পারে শর্তসাপেক্ষে। তবে লোকাল ট্রেন চালুর বিষয়ে এখনো কোনো খবর পাওয়া যাচ্ছে না।
রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শুভেন্দুর নেতৃত্বে রাজ্যপালের দ্বারস্থ বিধায়করা
বিশেষজ্ঞরা বলছেন অতি প্রয়োজনীয় ক্ষেত্রগুলিতে বেশ কিছুটা ছাড় বাড়ানো দরকার। তুলনায় কম প্রয়োজনীয় ক্ষেত্রগুলিতে কিছুদিন আরও জারি থাকুক বিধি-নিষেধ। প্রসঙ্গত বণিকসভা এবং বিভিন্ন সংগঠনের সঙ্গে বৈঠকের পর মমতা বন্দ্যোপাধ্যায় বিধি-নিষেধ শিথিল করার কথা জানিয়েছিলেন। ইতিমধ্যে বিকেল 5 টা থেকে রাত 8 টা পর্যন্ত রেস্তোঁরা খোলা রাখা হচ্ছে।
মনে করা হচ্ছে, সব দিক বিবেচনা করে কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। কিন্তু এখনই নিয়ন্ত্রণবিধি পুরোপুরি প্রত্যাহার করা হবে না।