ভারতে সাইবার অ্যাটাকের ছক কষছে চীন ! হানে’র স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ গালওয়ান সংঘর্ষের বছর ঘুরতে না ঘুরতেই ফের আগ্রাসী মনোভাব চীনের। গোয়েন্দা রিপোর্টে উঠে এলো চীন সমর সজ্জার খুঁটিনাটি। প্রায় ১১ দফা বৈঠকের পর সেবার সমস্যা নিরসন করা হয়।
সম্প্রতি এতে নতুন মাত্রা যোগ করেছে মালদা থেকে গ্রেফতার হওয়া চীনা নাগরিক হান জুনেই কে জেরায় যে তথ্য উঠে এসেছে তা। ভারতের সাইবার হামলার পরিকল্পনা ছিল হানের। ইতিমধ্যেই প্রায় বেশকিছু সিম কার্ড এবং প্রায় ৯ হাজার ডেটাবেস চীনে পাচার করেছে হান। গোয়েন্দারা জানতে পেরেছেন সেই ডেটাবেস ধরেই ভারতের সাইবার হামলার ছক কষেছিল চীন।
তদন্তকারী অফিসাররা জানাচ্ছেন, ১৩০০ ভারতীয় সিমকার্ড হানের হাতে তুলে দিয়েছে তার সঙ্গীরা। দিনের-পর-দিন আড়ালে লুকিয়ে থেকে সিম পাচার করার পাশাপাশি জাল সিম দিয়ে অ্যাকাউন্ট হ্যাক করে অনলাইনে টাকা হাতিয়ে নিত তারা।
তদন্তকারী অফিসাররা মনে করছেন, মূলত গুপ্তচর হিসেবে ভারতে এসেছিল হান। ভারতের আর্থিক পরিকাঠামো ধ্বংস করাই ছিল চীনের মূল লক্ষ্য। আর সেখানেই শিখন্ডী করা করা হয়েছিল হানকে।
প্রণব পুত্রের টুইট ডিলিট, জোড়ালো হচ্ছে দলবদলের সম্ভাবনা
‘মাল্টিলেভেল মার্কেটিং’ এর নাম করে হান ও তার সঙ্গীরা তথ্য পাচারের কাজ করতেন। তৈরি করা হয়েছিল পাওয়ার ব্যাঙ্ক এবং ইভেন্ট প্লান্ট নামে দুটি অ্যাপ। এগুলোর মাধ্যমেই তারা টাকা দ্বিগুণ করার টোপ দিয়ে সাধারন মানুষকে দিয়ে লগ্নি করাতেন। তারপর নিমেষের মধ্যে গায়েব হয়ে যেত তা।
আপাতত মালদা জেলার পুলিশ সুপার আলোক রাজোরিয়ার নেতৃত্বেই চলছে হান জুনেই- র জেরা। এই সাইবার অ্যাটাকের জাল কতদূর পর্যন্ত বিস্তৃত আপাতত সেই পথেরই খোঁজ চালাচ্ছেন তদন্তকারী অফিসাররা।
হানের বিরুদ্ধে আনা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ। ইতিমধ্যেই এনআইএ এবং আইবিও জেরা করতে শুরু করেছে হানকেয তদন্তকারী অফিসাররা মনে করছেন জেরায় আরো বিস্ফোরক তথ্য উঠে আসতে পারে তার কাছ থেকে।