মঙ্গলবার বিকেলে দিল্লি সফরে রাজ্যপাল
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ সোমবার বিকেলে রাজভবনে বিরোধী দলের বিধায়কদের সঙ্গে বৈঠকের পরেই মঙ্গলবার সন্ধ্যায় দিল্লি রওনা দিচ্ছেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ মঙ্গলবার রাজ্যপালের দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
সোমবার রাজভবনের বারান্দায় ৫১ জন বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠক করেন রাজ্যপাল জগদীপ ধনকড়। এরপর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, শেষ নিঃশ্বাস নিচ্ছে রাজ্যের আইনশৃঙ্খলা।
রাজ্যপালের মন্তব্যে ৩৫৬ ধারা প্রয়োগের আভাস মেলে। বিজেপির রাজ্য নেতাদের একাংশ চাইছেন রাজ্যে ৩৫৬ ধারা লাগু করার৷ তবে কী সেই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা করতেই দিল্লি পৌঁছবেন রাজ্যপাল? জল্পনা তুঙ্গে।
সূত্রের খবর, সন্ধ্যার উড়ানেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন রাজ্যপাল। ফিরবেন শুক্রবার বিকেলে। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি।
রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে সোমবার রাজ্যপালের কাছে অভিযোগ জানাতে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ৫১ জন সাংসদ রাজভবনে উপস্থিত হন৷ এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেন, রাজ্যের আইন শৃঙ্খলা ভালো নেই। মহিলাদের সুরক্ষা নেই।
৭৫ দিনে সর্বনিম্ন দেশে কোভিড আক্রান্তের সংখ্যা
‘ভাইপো’-র ভয়ে প্রশাসন কাজ করতে পারছে না। প্রায় ১৭ হাজার বিজেপি কর্মী ঘরছাড়া৷ ৩ হাজার মিথ্যে মামলা করা হয়েছে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। সমস্ত মামলার কপি নিয়ে শীর্ষ আদালতে উপস্থিত হবেন বলে জানিয়েছেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক।
প্রসঙ্গত, কিছু দিন আগেই দিল্লি যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে বৈঠক করেন তিনি।
সেখানেও রাজ্যের আইন৷শৃঙ্খলা নিয়ে নালিশ করেন শুভেন্দু। সূত্রের খবর,পরে রাজ্যে ৩৫৬ ধারা লাগু নিয়ে তিন সাংসদ সৌমিত্র খাঁ, নিশীথ প্রামাণিক এবং অর্জুন সিংদের সঙ্গে বৈঠক করেন শুভেন্দু।