Covid 19-দুশ্চিন্তা বাড়াচ্ছে দেশে দৈনিক মৃত্যুর সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা স্বস্তি দিলেও কমছে না দৈনিক মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৬২,২২৪ জন। যা মঙ্গলবারের তুলনায় কিছুটা বেশী। এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৯৬,৩৩,১০৫ জন৷

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২,৫৪২ জনের। মোট মৃতের সংখ্যা ৩,৭৯,৫৭৩ জন। দেশের মধ্যে মহারাষ্ট্রে মৃতের সংখ্যা সর্বাধিক। গত ২৪ ঘন্টায় ওই রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ১,৪৫৮ জন। রাজ্যে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৭,৬৫২ জন। মোট আক্রান্তের সংখ্যা ৬০ লক্ষের কাছাকাছি।

গত ২৪ ঘন্টায় দেশে সর্বাধিক কোভিড আক্রান্তের সংখ্যা কেরলে। একদিনে কোভিড আক্রান্ত হয়েছে ১২,২৪৬ জন। মৃতের সংখ্যা ১৬৬ জন। তামিলনাড়ুতে একদিনে আক্রান্ত হয়েছেন ১১,৮০৫ জন। কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশে আক্রান্তের সংখ্যা ৫ হাজারের কাছাকাছি।

রাজ্যপাল সাহেব দয়া করে আর ফিরবেন না, রাজ্যপালের দিল্লি যাত্রা নিয়ে কটাক্ষ মহুয়া মৈত্রের

এখন থেকে দেশে কমছে সক্রিয় রোগীর সংখ্যা৷ দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৮,৬৫,৪৩২ জন। দৈনিক সংক্রমণের হার ৪ শতাংশের নীচে।

রাজধানী দিল্লিতে কোভিড আক্রান্ত হয়েছেন ২২৮ জন। গত ২৪ ঘন্টায় ১২ মৃত্যু হয়েছে কোভিডে। রাজধানীতে মোট আক্রান্তের সংখ্যা ১৪ লক্ষের অধিক৷

সম্পর্কিত পোস্ট