বিশাখাপত্তনমে গ্রেহাউন্ড বাহিনীর অভিযান, এনকাউন্টারে নিহত ছয় মাওবাদী

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের কাছে কোয়ুর জঙ্গলে গ্রেহাউন্ড বাহিনীর এনকাউন্টারে নিহত ছয় মাওবাদী। নিহতদের মধ্যে একজন ডিসিএম কমান্ডার বলে জানা গিয়েছে৷

সূত্রের খবর, কোয়ুর জঙ্গলে মাম্পা পুলিশ স্টেশনের কাছে মাওবাদীদের উপস্থিতির কথা জানতে পেরে তল্লাশি অভিযান চালায় গ্রেহাউন্ড বাহিনী। তিগালামিট্টা এলাকায় মাওবাদীদের ডেরার কাছে যেতেই দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ছয় জন মাওবাদী নিহত হয়েছে বলে খবর৷

ঘটনাস্থল থেকে একটি একে৪৭, রিভলবার সহ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘন জঙ্গলে লুকিয়ে থাকা মাওবাদীদের তল্লাশির জন্য বাড়তি ফোর্স আনা হয়েছে। হেলিকপ্টারের মাধ্যমে তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে।

পুলিশের তরফে জানানো হয়েছে কত জন মাওবাদী আহত হয়েছে, কতজন নিহত হয়েছে তা সঠিক করে এখনই বলা সম্ভব নয়৷
অন্ধ্রপ্রদেশ ছাড়াও ওড়িশাতেও মাওবাদী এবং নিরাপত্তাবাহিনীর মধ্যে শুরু হয়েছে গুলির লড়াই৷ মনকলগিরি জেলার মৈথিলি থানার অন্তর্গত কুলবেড়া জঙ্গলে সংঘর্ষের খবর মিলেছে।

জানা গিয়েছে, মাও ডেরায় তল্লাশি চালিয়েছে ওড়িশা স্পেশাল অপারেশনস গ্রুপ এবং ডিস্ট্রক্ট ভলান্টারি ফোর্স। দু’পক্ষের মধ্যে গুলির লড়াই চললেও এখনও অবধি হতাহতের কোনও খবর মেলেনি।

সম্পর্কিত পোস্ট