BJP শাসিত রাজ্যের চেয়ে বাংলায় কম বেকারত্বের হার, পরিসংখ্যান দিয়ে দাবি দোলা সেনের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দেশের মধ্যে বেকারত্বের নিরিখে বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে বাংলা অনেক ভাল। বারাসতে এসে মন্তব্য করলেন INTTUC সর্বভারতীয় সভাপতি দোলা সেন। তিনি জানান বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেকারত্বের হার ৪০ থেকে ৫২ শতাংশ। সেখানে পশ্চিমবঙ্গের বেকারের পরিসংখ্যান ৯.৭ শতাংশ।

তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষ প্রশাসক। তাই তার উপর ভরসা রেখে অসংগঠিত শ্রমিক যাদের রোজগার এই বিধিনিষেধের কারণে বন্ধ আছে তাদেরও আগামী দিনে রোজগার বাড়বে। পাশাপাশি পরিবহন শ্রমিকরাও অসংগঠিত শ্রমিকের মধ্যে পড়ে। তাদের অ্যাকাউন্টে ৫০০ টাকা করে ঢুকছে বলে জানান তিনি।

জামাইষষ্ঠীতে শ্বশুরবাড়ির আসতে নিষেধ, অপমানে আত্মঘাতী জামাই !

করোনা আবহে রক্ত সংকট মোচনের প্রয়াসে বারাসত চাঁপাডালিতে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে INTTUC। সেই অনুঠানে উপস্থিত ছিলেন INTTUC এর সভাপতি তাপস দাসগুপ্ত, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, দোলা সেন, আমডাঙার বিধায়ক রফিকুর রহমান, বারাসাত পৌরসভার প্রশাসক সুনীল মুখার্জি সহ তৃণমূল অন্যান্যরা।

করোনা পরিস্থিতির মধ্যে রক্তের প্রয়োজন মুমূর্ষু রোগীর জন্য। করোনা পরিস্থিতি এবং লকডাউন চলার কারণে দীর্ঘদিন ধরেই রক্ত সংকট দেখা দিয়েছে। সেই সংকট মেটাতে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে রক্তদান শিবির কর্মসূচি নেওয়া হচ্ছে গত কয়েকদিন ধরে। আজ INTTUC র তরফ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

সম্পর্কিত পোস্ট