“পোস্ট পোল এবং প্রি পোল সবসময় দিল্লি সফর করেন, উনি একটি রাজনৈতিক দলের মুখপাত্র”-রাজ্যপালকে কটাক্ষ রথীন ঘোষ

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যপাল পোস্ট পোল এবং প্রি পোল সবসময় দিল্লি সফর করছেন। বারাসাতে INTTUC-র রক্তদান শিবিরে হাজির হয়ে রাজ্যপালের দিল্লি সফর নিয়ে বেনজির কটাক্ষ করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

বারাসত চাঁপাডালিতে INTTUC রক্তদান শিবির অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রথীন রাজ্যপাল নিয়ে এমনটাই মন্তব্য করেন। তিনি বলেন রাজ্যপাল নিজের ভূমিকা যতটা না পালন করছেন তার চেয়ে বেশি একটা রাজনৈতিক দলের ভূমিকা পালন করছেন।

BJP শাসিত রাজ্যের চেয়ে বাংলায় কম বেকারত্বের হার, পরিসংখ্যান দিয়ে দাবি দোলা সেনের

করোনা রুখতে বিধিনিষেধের জন্য পরিবহন বন্ধ, রেল পরিষেবা বন্ধ। চরম আর্থিক সমস্যায় ভুগছেন সাধারণ মানুষ। খাদ্য দপ্তর, রেশনিং ব্যবস্থায় এইসব মানুষদের জন্য নতুন করে কোন প্ল্যান রয়েছে কি না তা জানতে চাওয়া হয় এদিন।

রথীন বাবু বলেন “আংশিক বিধিনিষেধ চলছে। ৩০ তারিখ পর্যন্ত চলবে। কিন্তু মুখ্যমন্ত্রী আলাদা করে কোন প্যাকেজের কথা বলেননি খাদ্য দপ্তরকে। খাদ্য দফতর নিজে থেকে কিছু সিদ্ধান্ত নিতে পারে না,যদি না মুখ্যমন্ত্রী বলেন।”

এদিন রাজ্যপালের দিল্লি সফর নিয়ে রাজ্য তৃণমূল কংগ্রেস INTTUC সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যপালের সাংবিধানিক কাজ নেই। কাজের পরিবর্তে তিনি প্রকৃতভাবে একটি রাজনৈতিক দলের এজেন্টের ভূমিকা পালন করছেন। মানুষ সব দেখছেন নির্বাচনে আগে ও নিবাচনের পরে। রাজ্যের বিধিনিষেধ উঠে গেল সংগঠনকে সাজিয়ে তোলা হবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট