কৃষক বন্ধু প্রকল্পের বর্ধিত সুবিধার হার কার্যকর করলেন মুখ্যমন্ত্রী
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের বর্ধিত সুবিধার হার আজ থেকে কার্যকর হলো। নবান্নে আজ এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করেন।
তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রতিশ্রুতিতে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, এবার থেকে কৃষক বন্ধু প্রকল্পে উপভোক্তারা বছরে ৬ হাজার টাকার পরিবর্তে ১০ হাজার টাকা করে পাবেন। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী তাতেই শিলমোহর দিলেন।
এদিন মুখ্যমন্ত্রী জানান, প্রকল্পের আওতায় থাকা যে-সব উপভোক্তার জমির পরিমাণ এক একর বা তার বেশি, তাঁরা বছরে দু’বার পাঁচ হাজার টাকা করে আর্থিক সহায়তা পাবেন। এক একরের কম জমির ক্ষেত্রে ন্যূনতম আর্থিক সহায়তার পরিমাণ দু’হাজার টাকা থেকে বেড়ে হল চার হাজার টাকা। আগের মতোই এই প্রকল্পের আওতায় থাকা কৃষকের অকালমৃত্যুতে পরিবারকে দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে।
জামিনের পরেও জেলবন্দী দেবাঙ্গনা, নাতাশা এবং আসিফ, ফের দিল্লি হাইকোর্টে গড়াল মামলা
এর ফলে রাজ্যের প্রায় ৬০ লক্ষ কৃষক উপকৃত হবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। উদ্বোধনী অনুষ্ঠানে, কেন্দ্রীয় সরকারের কিষান সম্মান নিধি প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, ওই প্রকল্পের টাকা সব কৃষক পাচ্ছেন না। বর্গাদার এবং ক্ষেতমজুর রাও বঞ্চিত হচ্ছেন। কিন্তু রাজ্যের কৃষক বন্ধু প্রকল্পের সুযোগ থেকে কাউকেই বঞ্চিত করা হবে না।
মুখ্যমন্ত্রীর কথায়, ক্ষেতমজুর, বর্গাদাররাও বছরে ৪ হাজার টাকা করে পাবেন। এমনকি জমির নথিপত্র ঠিক নেই এরকম কৃষকদেরও আবেদনের ভিত্তিতে বিবেচনা করে ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রকল্প চালু হওয়ার প্রথম দিনেই ৯ লক্ষ ৭৮ হাজারের বেশি কৃষককে সরাসরি তাদের একাউন্টে ভাতার প্রায় ২৯০ কোটি টাকা পৌঁছে দেওয়া হয়েছে বলে তিনি জানান।