অতি শীঘ্রই দেশে আছড়ে পড়বে করোনার তৃতীয় ঢেউ, আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হতে পারে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ আগামী দুই থেকে চার সপ্তাহের মধ্যেই মহারাষ্ট্রে আছড়ে পড়তে চলেছে কোভিডের তৃতীয় ঢেউ। প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের পর এবারে ব্যাপকভাবে আক্রান্তের সম্ভাবনা রয়েছে মধ্য ও নিম্নবিত্তদের মধ্যে। অনুমান, তৃতীয় ঢেউয়ে আক্রান্তের সংখ্যা পার করতে পারে ৮ লক্ষের ঘর।

কোভিড পরিস্থিতি মোকাবিলা নিয়ে বৈঠকে বসেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। সেখানে টাস্ক ফোর্সের তরফে জানানো হয়েছে কোভিডের তৃতীয় ঢেউয়ের কারণে ব্যাপকভাবে ক্ষতি হতে পারে। ব্রিটেনের মতোই দ্বিতীয় ঢেউয়ের পর তৃতীয় ঢেউ আসতে চলেছে মহারাষ্ট্রে। করোনার তৃতীয় ঢেউয়ের প্রভাবে ব্যাপক সংখ্যায় আক্রান্ত হতে পারে শিশুরা।

কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দেশে। গত দু’বছরে সংক্রমণের তালিকায় প্রথমে রয়েছে মহারাষ্ট্র। গত দু’সপ্তাহ ধরে মুম্বই সহ আশেপাশের জেলাগুলিতে চলছিল কড়া লকডাউন। ১৫ টি জেলায় কিছুটা ছাড় দেওয়া হয়েছিল৷

এপিডেমোলজিস্টদের অনুমান, করোনার দুটি ঢেউয়ের মধ্যে ১০০ দিনের ফারাক হতে পারে। দুটি ঢেউয়ের মধ্যে পার্থক্য হতে পারে ৮ সপ্তাহের৷
বিশেষজ্ঞদের মতে, লকডাউনের পর স্বভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে শহরগুলি। কোভিডের প্রাথমিক পদক্ষেপ মাস্ক পড়া এবং শারিরীক দুরত্ব বজায় রাখা মানতে চাইছেন না অনেকেই। যার ফলে আক্রান্তের সংখ্যা ব্যাপকহারে বৃদ্ধি পাবে। আবার টেস্টের সংখ্যা কম হওয়ায় আক্রান্তদের হদিশ পাওয়া মুশকিল। তাই তৃতীয় ঢেউয়ের আগে ভ্যাকসিনের ওপর জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে৷

সম্পর্কিত পোস্ট