নারদার পর কয়লা ও গরু পাচার কান্ড তদন্তে গতি বাড়াবে সিবিআই
দ্য কোয়ারি ডেস্ক: নারদ মামলার ঝাঁজ কি কমলো? নাকি কিছুটা স্তিমিত হল? প্রশ্ন উঠছে রাজ্যের সর্বত্রই। চলতি মাসের শুরুতেই ৪ হেভিওয়েটকে নিয়ে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চে যেভাবে তোলপাড় হয়েছিল রাজনীতি তা হঠাৎ নিস্তব্ধ। এক নিমেষে কর্পূরের মত উবে গেল। অভিযোগ করছেন অনেকেই।
তবে নারদ নাটকের পাশাপাশি এ রাজ্যের কয়লা কাণ্ডে অভিযুক্ত বিনয় মিশ্র তিনি এখনও পলাতক। কোন একটি দ্বীপে গা-ঢাকা দিয়ে নাকি আছেন বলে গুঞ্জন। সিবিআই সূত্রে জানা গেছে, কয়লা কাণ্ডের পাশাপাশি গরু পাচার কাণ্ডে গ্রেপ্তার হওয়া এনামুল হকের ইস্যুও সামনে টানতে পারে সিবিআই।
তাই নারদ মামলার পাশাপাশি কয়লা এবং গরু পাচার কান্ডের তোড়জোড় শুরু হয়েছে। এরকমই খবর স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে। একদিকে রাজ্যপাল। অন্যদিকে রাজ্য সরকারের সঙ্গে তীব্র সঙ্ঘাত কেন্দ্রের। তার মাঝেই নারদ মামলার ঝাঁজ নিয়ে প্রশ্ন উঠেছে।
কয়লা ও গরু পাচারের ঘটনায় কারা কারা অভিযুক্ত তাদের তালিকা নাকি তৈরি করেছে সিবিআই সদর দপ্তর। সূত্রের খবর করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে গরু পাচার কাণ্ডে শাসক দলের বেশ কিছু নেতা-নেত্রীর নাম জড়াতে পারে। এখন দেখার শাসকদলের কোন কোন নেতা যুক্ত গরু পাচার কাণ্ডে। বাদ যাবেন না বিএসএফ সহ শাসক দল এবং বিরোধী দলের নেতারাও।
নারদ মামলার পাঁচ বিচারপতির বেঞ্চে শুনানি নিয়ে রাজ্য যেমন বেশ তোলপাড় হয়েছে পাশাপাশি নতুন করে কয়লা পাচার কান্ড এবং গরু পাচার কাণ্ডে মাথাচাড়া দিতে পারে সিবিআই। সেরকমই মনে করছেন শাসক দল।
রাজনৈতিক পালাবদলের সঙ্গে গুরুত্বপূর্ণ দুটি দুর্নীতির ইস্যুকে সামনে রেখে শাসক দলকে তীর বিদ্ধ করতে পারে সিবিআই। সবমিলিয়ে নারদ মামলা আর কয়লা এবং গরু পাচার কান্ডের ঘটনার পূর্ণাঙ্গ রিপোর্ট তৈরি করে কোমর বেঁধে নামছেন সিবিআই, সূত্রের খবর।