‘টুকরে টুকরে গ্যাং’-এর অস্তিত্ব নেই, সংসদে জানাল স্বরাষ্ট্রমন্ত্রক
স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রীয় বা রাজ্য তদন্ত সংস্থা বা কোনও এজেন্সি কোনও সংগঠনকে ‘টুকরে টুকরে গ্যাং’ বলে চিহ্নিত করেছে কিনা বা ‘টুকরে টুকরে গ্যাং’-এ যুক্ত নেতা বা সদস্যদের চিহ্নিত করে তালিকাভুক্ত করা হয়েছে কিনা,
দ্য কোয়ারি ওয়েব ডেস্কঃ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বহুকথিত ‘টুকরে টুকরে গ্যাং’-এর কোনও খবর কেন্দ্রীয় সরকারের কোনও এজেন্সির কাছে নেই। মঙ্গলবার লোকসভায় এমনটাই জানাল স্বরাষ্ট্রমন্ত্রক।
এক লিখিত প্রশ্নের জবাবে এদিন লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জি কিসান রেড্ডি বলেন, এমন কোনও বিষয় সরকারের নজরে আনেনি ল’এনফোর্সমেন্ট এজেন্সি। কংগ্রেস সাংসদ ভিনসেন্ট এইচ পালা এবং জসবির সিং গিলের প্রশ্নের জবাবে এমনটাই জানান রেড্ডি।
স্বরাষ্ট্রমন্ত্রক বা কেন্দ্রীয় বা রাজ্য তদন্ত সংস্থা বা কোনও এজেন্সি কোনও সংগঠনকে ‘টুকরে টুকরে গ্যাং’ বলে চিহ্নিত করেছে কিনা বা ‘টুকরে টুকরে গ্যাং’-এ যুক্ত নেতা বা সদস্যদের চিহ্নিত করে তালিকাভুক্ত করা হয়েছে কিনা, তাও দুই কংগ্রেস সাংসদ তাদের লিখিত প্রশ্নে জানতে চান।
আরও পড়ুনঃ সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে প্রত্যাখ্যান দিল্লি্র, হ্যাটট্রিক কেজরির
যদিও এর আগে এবছরের জানুয়ারিতে তথ্য জানার অধিকারের আইনে বা রাইট টু ইনফরমেশন অ্যাক্ট (আরটিআই)-এ স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে ‘টুকরে টুকরে গ্যাং’-এর বিষয়ে জানতে চান আরটিআই কর্মী সকেত গোখলে। তখনও তার জবাবে ‘টুকরে টুকরে গ্যাং’-এর কোনও তথ্য নেই বলে জানায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।
এদিন সংসদে দাঁড়িয়ে এনিয়ে একই কথা বলেন কিসান রেড্ডি। অথচ, বিজেপি নেতারা বিভিন্ন সময়ে এই ‘টুকরে টুকরে গ্যাং’-এর কথা বলেন। বিরোধীদেরও ‘টুকরে টুকরে গ্যাং’ বলে চিহ্নিত করেন তাঁরা। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও ‘টুকরে টুকরে গ্যাং’ বলে বিরোধীদের আক্রমণ করেন।
এই শব্দগুলি প্রথম ব্যবহার করা হয় ২০১৬ সালে। জহরলাল নেহরু ইউনিভারসিটির পড়ুয়াদের আন্দোলনে ‘দেশ বিরোধী শ্লোগান’ তোলা হয়েছে বলে অভিযোগ তোলে বিজেপি। যদিও যে ভিডিও ফুটেজ দেখিয়ে এমন দাবি করা হয়, তদন্তে তা ভূয়ো বলে প্রমাণিত হয়।
তবুও বিজেপি নেতারা বিরোধী স্বরকে আক্রমণের সময় ‘টুকরে টুকরে গ্যাং’ বলে চিহ্নিত করেন। দেশ বিরোধী তকমা দেন। দিল্লি ডেভেলপমেন্ট অথরিটির সাম্প্রতিক এক অনুষ্ঠানেও অমিত শাহ বলেন, দিল্লির ‘টুকরে টুকরে গ্যাং’কে উচিত শিক্ষা
দেওয়া হবে।
আরও পড়ুনঃ এক বছরে অনাহারে তিন লাখের বেশি শিশুমৃত্যু, জনস্বার্থ মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
আরটিআই কর্মী সকেত গোখলে তাঁর আবেদনে বলেন, বিভিন্ন সময়ে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী ‘টুকরে টুকরে গ্যাং’-এর কথা বলেন। যখন তাঁরা একথা বলেন, তখন নিরাপত্তার জন্য এমন গ্যাং-এর বিষয়ে নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা হোক। এই গ্যাং-এর সদস্যদের একটি তালিকা তৈরি করুক সরকার।
আরটিআইয়ের জবাব দেওয়ার পর এদিন লিখিত প্রশ্নের জবাবে লোকসভায় স্বরাষ্ট্রমন্ত্রক জানাল, ‘টুকরে টুকরে গ্যাং’-এর কোনও অস্বিত্ব নেই।