সুপ্রিম নাতাশা-দেবাঙ্গনা-আসিফদের মামলা গড়াল আগামী মাসে

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ মঙ্গলবার দিল্লি দাঙ্গায় তিন অভিযুক্ত দেবাঙ্গনা-নাতাশা-আসিফদের শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে উপস্থিত হয় দিল্লি পুলিশ৷ শুক্রবার সেই মামলার শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানায় দিল্লি হাইকোর্টের জামিনের রায়ের বিষয়টি পর্যবেক্ষন করা হবে৷

শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি ভি রামাসুভ্রমণিয়ামের ডিভিশন বেঞ্চের তরফে জানানো হয় যেহেতু অভিযুক্তদের ওপর ইউএপিএ ধার্য করা হয়েছিল। তাই হাইকোর্টের জামিনের নির্দেশ সহ ইউএপিএর কোন ধারায় তিনজন জামিন পেলেন তা খতিয়ে দেখবে আদালত।আগামী মাসে মামলার পরবর্তী শুনানি। তবে এখনই কোনও রায় দিতে নারাজ শীর্ষ আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে সারা দেশ জুড়ে আন্দোলন শুরু হয়। যার পরেই উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনা পরিলক্ষিত হয়। ঘটনায় মৃত্যু হয় ৫০ জনের অধিক মানুষের৷ একাধিক জনকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যার মধ্যে ছিলেন দেবাঙ্গনা, নাতাশা এবং আসিফরা। টানা একবছর ধরে জেলবন্দী ছিলেন তিন অভিযুক্ত।
মঙ্গলবারই দিল্লি হাইকোর্টের তরফে জামিন মেলে ছাত্র-সমাজকর্মী দেবাঙ্গনা কালিতা, নাতাশা নরওয়াল এবং আসিফ ইকবাল তানহার। কিন্তু পুলিশের কাজে অগ্রগতি না হওয়ার কারণে জেলমুক্তি হচ্ছিলেন না তিন অভিযুক্ত। নিম্ন আদালতের রায়ের পরেও তিন জনের মুক্তির বিষয়ে সমিয় চেয়ে দিল্লি হাইকোর্টেরদ্বারস্থ হয় দিল্লি পুলিশ৷ সেখানেই মুক্তির নির্দেশ দেয় আদালত। ওই দিনই বিকেলে তিহাড় জেল থেকে মুক্তি পান তাঁরা৷

জেল থেকে মুক্তির পর আসিফরা জানান, গ্রেফতারির দিন থেকেই আমাদের জঙ্গি বলে দেগে দেওয়া হয়। মানবতার জন্য এই লড়াই চলবে। এনআরএসি, সিএএ এর বিরুদ্ধে লড়ছি। এই লড়াই চলবে। নাতাশা বলেন, এখনও অনেকে জেলবন্দী। আমাদের ভাবা উচিত কোথায় পৌঁছে গেছে দেশ। প্রতিবাদ এবং সন্ত্রাসবাদের ভেদরেখা আবছা হয়ে গেছে।
এরই মধ্যে দিল্লি হাইকোর্টের জামিনের আবেদনকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে দিল্লি পুলিশ। তারই শুনানি চলছিল এদিন।

সম্পর্কিত পোস্ট