স্বাধীন ভাবে সবার বাঁচার অধিকার রয়েছে, সন্ত্রাসের কারণে কারও নিজের ঘরে ঢুকতে না পারার ঘটনা কাম্য নয়- রাজ্যকে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টের তীব্র সমালোচনার মুখে রাজ্য সরকার। ভোট-পরবর্তী হিংসার জেরে রাজ্যের অনেক মানুষ এখনো ঘরছাড়া। এই অভিযোগে কলকাতা হাইকোর্টে দায়ের করা হয় জনস্বার্থ মামলা। শুক্রবার সেই মামলার শুনানি হয় ৫ বিচারপতির বেঞ্চে।

সেখানেই আদালত নির্দেশ দেয়, কেন্দ্রের মানবাধিকার কমিশন রাজ্যের বিভিন্ন জায়গা ঘুরে দেখবে। তাদের সাহায্য করবে রাজ্য মানবাধিকার কমিশন। আদালতে রিপোর্ট জমা দেবে কেন্দ্রের মানবাধিকার কমিশন। এই নির্দেশ না মানলে আদালত অবমাননার দায়ে পড়তে হবে রাজ্যকে।

শুক্রবার মামলার শুনানিতে আদালত নির্দেশ দেয়, স্বাধীন ভাবে সবার বাঁচার অধিকার রয়েছে। সন্ত্রাসের কারণে কারও নিজের ঘরে ঢুকতে না পারার ঘটনা কাম্য নয়। ঘরছাড়াদের আগে ঘরে ফেরানোর ব্যবস্থা করতে হবে প্রশাসনকে। এদিন অশান্তির মামলায় ৩ সদস্যের কমিটি গঠন করে বেঞ্চ। ওই কমিটিতে রয়েছেন রাজ্য ও কেন্দ্রের মানবাধিকার কমিশনের ২ সদস্য এবং রাজ্য লিগ্যাল সার্ভিস কমিটির ১ সদস্য। তাঁরাই এই বিষয়টির উপর নজরদারি করেছেন।

‘টিএমসি সেটিং মাস্টার… গো ব্যাক’ – বঙ্গ বিজেপিতে বড় ফাটল

আদালত জানিয়েছে হিংসার কারণে যাঁরা ঘরে ফিরতে পারেননি, রাজ্য লিগ্যাল সার্ভিস কর্তৃপক্ষের কাছে তাঁরা অভিযোগ ইতিমধ্যেই জানিয়েছেন। ইমেলের মাধ্যমে ভবিষ্যতে ওই অভিযোগ জানানো যাবে। কত সংখ্যক অভিযোগ জমা পড়ল, সেই তালিকা আদালতকে জানাতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। জানা গিয়েছে, এখনও পর্যন্ত ৩ হাজার ২৪৩টি অভিযোগ জমা পড়েছে।

শুক্রবার মামলার শুনানিতে হাইকোর্ট জানায় ভোট পরবর্তী হিংসার কথা স্বীকার করেনি রাজ্য সরকার। যে অভিযোগ জমা পড়েছে, তাতে ভোট পরবর্তী হিংসার প্রমাণ মিলেছে। ঘরছাড়াদের ঘরে ফেরাতে যে কমিটি গঠন করা হয়েছিল, তাতে রাজ্য ও কেন্দ্রের মানবাধিকার কমিশন ও রাজ্য লিগ্যাল সার্ভিসের প্রতিনিধিরা থাকলেও কেন্দ্রের মানবাধিকার কমিশন প্রয়োজনীয় সাহায্য পায়নি রাজ্যের থেকে।

সম্পর্কিত পোস্ট