প্রয়াত ভারতীয় দৌড়বীদ মিলখা সিং

দ্য কোয়ারি ডেস্ক: প্রয়াত অলিম্পিক জয়ী ভারতের দৌড়বীদ মিলখা সিং।কিছুদিন আগেই কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। শুক্রবার রাতে শারিরীক পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে ওঠে। রাত সাড়ে এগারোটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পদ্মশ্রী সম্মানিত এই ক্রীড়াবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর৷

কিছু আগেই করোনা আক্রান্ত হন মিলখা সিং। বৃহস্পতিবার থেকে অক্সিজেন লেভেল কমতে শুরু করে৷ ভর্তি ছিলেন পিজিআইএমইআর হাসপাতালে। শুক্রবার রাতেই তাঁর শারিরীক অবস্থার ব্যাপক অবনতি হতে শুরু করে। পরে চিকিৎসকদের একটি টিম তার ওপর নজরদারি রেখেছিল। শেষরক্ষা হয়নি।

১৯৫৬,১৯৬০ এবং ১৯৬৪ সালে ভারতের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করেন মিলখা সিং৷ ১৯৬০ সালে রোম অলিম্পিকে সফলতা অর্জন করেন তিনি।

কিছুদিন আগেই কোভিডে মারা যান মিলখা সিংয়ের স্ত্রী নির্মল কৌর৷ মহিলা ভলিবল টিমের অধিনায়িকা ছিলেন তিনি।

সম্পর্কিত পোস্ট