Weather Update: রবিবার পর্যন্ত রাজ্য জুড়ে চলবে বৃষ্টি

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ বিরাম নেই বৃষ্টির। সকাল থেকে দফায় দফায় বৃষ্টিতে ভিজল কলকাতা। শনিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা দার্জিলিং কালিম্প,  আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে।  রবিবার ভারী বৃষ্টির সর্তকতা রয়েছে মুর্শিদাবাদ, বীরভূম, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী কয়েক ঘণ্টায় ভারির মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে বেশ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর গাঙ্গেয় পশ্চিমবঙ্গে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে তার নিম্নচাপে পরিণত হয়ে বিহার এবং উত্তর প্রদেশের ওপর অবস্থান করছে শনি এবং রবিবার চলবে বৃষ্টি উত্তরবঙ্গে জেলাগুলিতে বাড়বে বৃষ্টির পরিমাণ রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বাড়তে পারে একাধিক জলাধার ও নদীর জলস্তর।

বৃহস্পতিবার জম্মু-কাশ্মীর নিয়ে সর্বদলীয় বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

দুর্গাপুর ব্যারেজ থেকে শুক্রবার রাত ১১টায় দুর্গাপুর সত্তর হাজার চারশো পঁচাত্তর কিউসেক জল ছাড়া হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়লে এবং মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ডিভিসি জল ছাড়ার পরিমাণ বাড়ালে দুর্গাপুর ব্যারেজ থেকেও জল ছাড়ার পরিমাণ আরও বাড়ানো হবে বলে সেচ দফতর সূত্রে খবর।

সকালের সর্বনিম্ন তাপমাত্রা ২৬.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি কম। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম ছিল। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.৫ মিলিমিটার।

সম্পর্কিত পোস্ট