সংরক্ষণ নিয়ে সুপ্রিম রায় পুনর্বিবেচনার আরজি চন্দ্রশেখর আজাদের

গত ৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, সরকারি নিয়োগে সংরক্ষণ দিতে বাধ্য নয় রাজ্য সরকার। সেই সঙ্গে ওই রায়ে বলা হয়েছে,পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ মৌলিক অধিকার নয়।

দ্য কোয়ারি ওয়েব ডেস্কঃ সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের রায় পর্যালোচনার আবেদন জানালেন ভিম আর্মির প্রধান চন্দ্রশেখর আজাদ।

গত ৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এক রায়ে বলেছে, সরকারি নিয়োগে সংরক্ষণ দিতে বাধ্য নয় রাজ্য সরকার। সেই সঙ্গে ওই রায়ে বলা হয়েছে,পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ মৌলিক অধিকার নয়।এর বিরুদ্ধে এই রায় পর্যালোচনার আবেদন করেছেন চন্দ্রশেখর আজাদ।

ওই আবেদনে আজাদ বলেছেন, সুপ্রিম কোর্টের এই রায় সাংবিধানিক সুযোগকে খর্ব করেছে। এই রায়ের বিরুদ্ধে কংগ্রেস সহ বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল ইতিমধ্যেই আপত্তি জানিয়েছে। সংসদে প্রতিবাদ করেছে।

আরও পড়ুনঃ ঘুমের ঘোর না কাটলে শরিকদের জন্য বিপদ ঘনিয়ে আসবে

কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেছেন, দলিত ও আদিবাসীদের সংবিধান স্বীকৃত অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না।

অন্যদিকে, সুপ্রিম কোর্টের এই রায়ের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের দাবি জানিয়েছেন এনডিএ-র শরিকদল লোক জনশক্তি পার্টি। এই দলের সভাপতি, সাংসদ চিরাগ পাসোয়ান বলেছেন, চাকরি এবং পদোন্নতির ক্ষেত্রে সংরক্ষণ মৌলিক অধিকার নয় বলে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে, তা মেনে নিতে পারছে না লোক জনশক্তি পার্টি।

আমরা এনিয়ে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি। পাশাপাশি শীর্ষ আদালতের এই রায়ের বিরোধিতা করেছে আপনা দলও।

আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল বলেছেন, সুপ্রিম কোর্টের বিচারের সঙ্গে তাঁরা একমত নন।আদালতের এই সিদ্ধান্ত খুবই দুর্ভাগ্যজনক বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, সংরক্ষিত শূন্যপদে তফশিলি জাতি-উপজাতি ছাড়াই উত্তরাখন্ড সরকারের এক নিয়োগের সিদ্ধান্ত নিয়ে মামলায় এই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট।

সম্পর্কিত পোস্ট