কোভিডে মৃতদের ক্ষতিপুরণ দেওয়া সম্ভব নয়, সুপ্রিম কোর্টকে জানালো কেন্দ্র
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কোভিডে মৃতদের পরিবারপিছু ৪ লক্ষ টাকা করে দেওয়া হোক । সম্প্রতি সুপ্রিম কোর্টে এই মর্মে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়। শুনানিতে এক হলফনামায় কেন্দ্রের তরফে জানানো হয়, সমস্ত পরিবারকে সাহায্য করার সামর্থ্য কেন্দ্রের নেই।
সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক ভুষণ এবং বিচারপতি এম আর শাহের ডিভিশন বেঞ্চে চলে মামলার শুনানি। কেন্দ্রের তরফে সওয়াল জবাবে উপস্থিত ছিলেন সলসিটর জেনারেল তুষার মেহতা। কেন্দ্রের বক্তব্য জানানোর জন্য সময় চেয়ে নেন তিনি।
শনিবার কেন্দ্রের তরফে ১৮৩ পাতার দীর্ঘ হলফনামায় বলা হয়, দেশে এখনও অবধি করোনায় মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৮৫ হাজারের অধিক মানুষের। এই সংখ্যা ক্রমশ বাড়তে পারে বলে আশঙ্কা। এত মানুষকে আর্থিক ক্ষতিপুরণ দেওয়া কেন্দ্রের পক্ষে সম্ভব নয়। শুধুমাত্র কোভিডে মৃতদের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়া হলে অন্যায় করা হবে।
রবিবারের বারবেলায় ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী
হলফনামায় আরও বলা হয়, কোভিডের কারণে কেন্দ্রের অর্থনৈতিক অবস্থা এমনিতেই ভালো নয়। স্বাস্থ্য খাতে ব্যয় বৃদ্ধি এবং কম রাজস্ব আদায়ের কারণে ক্ষতিপুরণ দেওয়া সরকারের বাজেটের বাইরে।
সেইসঙ্গে হলফনামায় জানানো হয়, আর্থিক ক্ষতিপুরণ কেবলমাত্র ভুমিকম্প বা বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেই প্রযোজ্য। কিন্তু কোভিড অতিমারি যে ব্যাপক আকার নিয়েছে, তাতে সকলকে সাহায্য করা সম্ভব নয়। তবে কোভিডে মৃতদের ডেথ সার্টিফিকেটে কোভিডে মৃত্যুর কথা উল্লেখ থাকবে৷ তা না হলে চিকিৎসকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে৷ সাফ বার্তা কেন্দ্রের। সোমবার সুপ্রিম কোর্টে মামলার শুনানি।