বাতিল মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর, সোমবারই কলকাতায় এসে তৃণমূলে যোগ আলিপুরদুয়ারের বিজেপি সভাপতির
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর উত্তরবঙ্গ সফর বাতিল করেছেন বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। তিনি সেখানকার দলীয় বিধায়ক, জনপ্রতিনিধি এবং সাংসদদের ত্রাণ নিয়ে মানুষের কাছে থাকার পরামর্শ দিয়েছেন তিনি বলে তৃণমূল সূত্রে খবর।
প্রসঙ্গত, ২১-র বিধানসভা নির্বাচনে জয়লাভের পর এটাই মুখ্যমন্ত্রীর প্রথম উত্তরবঙ্গ সফর ছিল। এই সফর ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কিছুদিন আগেই ভোট পরবর্তী হিংসার অভিযোগ তুলে উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। বহু মানুষ উত্তরবঙ্গ থেকে পালিয়ে অসমে আশ্রয় নিয়েছেন বলে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন তিনি। সেই দিক থেকে এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বলে মতামত রাজনৈতিক মহলের।
উল্লেখ্য, সোমবার থেকে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের কর্মসূচি ছিল। এই সফরে তার পাঁচ জেলার প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক ছাড়াও কয়েকটি রাজনৈতিক কর্মসূচি ছিল বলে জানা গিয়েছে।
করোনা সংক্রমণ নিম্নমুখী হলেও টিকাকরণে ঢিলেমি নয়, রাজ্যকে চিঠি কেন্দ্রের
অন্যদিকে সোমবারই কলকাতার তৃণমূল ভবনে তৃণমূলে যোগ দিচ্ছেন আলিপুরদুয়ার বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। তাঁর সঙ্গে জেলা বিজেপির আরও ৬ প্রভাবশালী নেতাও তৃণমূলে যোগ দিতে চলেছেন।
জেলার রাজনৈতিক মহলের মতে, গঙ্গাপ্রসাদ শর্মার বিজেপি ত্যাগ গোটা জেলায় গেরুয়া শিবিরকে বিপুল ক্ষতির মুখে ফেলবে। তাঁর কথায়, ‘আমি মানুষের জন্য কাজ করতে চাই। তাই বিজেপি ছাড়তে চাই। আগামীকালই তৃণমূলে যোগ দেব। আরও অনেকেই দেবে।’
তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর বাতিল হলেও এবার আলিপুরদুয়ারের গেরুয়া শিবিরের ভাঙন নতুন করে উত্তরবঙ্গের রাজনীতিতে মাত্রা যোগ করবে তা নিসন্দেহে স্পষ্ট।