অবশেষে কাটলো জটিলতা, পুজোর আগেই সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

দ্য কোয়ারি ওয়েবডেস্ক: পুজোর আগেই প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক মিলিয়ে রাজ্যে সাড়ে ২৪ হাজার শিক্ষক নিয়োগ করা হবে । নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একথা ঘোষণা করেছেন। পুজোর পর আরও ৭ হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলেও তিনি ঘোষণা করেন।

মুখ্যমন্ত্রী বলেন,উচ্চ প্রাথমিকে ১৪ হাজার এবং প্রাথমিকে সাড়ে ১০ হাজার শিক্ষককে নিয়োগ করা হবে।আদালতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে মামলা চলাতেই এত দিন নিয়োগপ্রক্রিয়া আটকে ছিল। এবার দ্রুতগতিতে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তবে শুধুমাত্র মেধা ও যোগ্যতার ভিত্তিতেই শিক্ষক নিয়োগ করা হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন লবি করে কোন লাভ হবে না।আজ বিকেলেই স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ইন্টারভিউয়ের তালিকাপ্রকাশ করা হবে বলে জানা গিয়েছে।

দীর্ঘ সাত বছর ধরে আইনি জটিলতায় থমকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। উচ্চ প্রাথমিকে এই মুহূর্তে ১৪ হাজারের বেশি শূন্য পদ রয়েছে।

উচ্চ প্রাথমিকে আটকে থাকা প্রায় সাড়ে ১৪ হাজার শূন্যপদ নিয়োগ করা হলেও প্রাথমিকে নতুন করে ১৮ হাজার শিক্ষক নিয়োগ করা হবে। এদিন সেই ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট