৫০ হাজারেরও কম দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ অবশেষে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৫০ হাজারের নীচে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪২,৬৪০ জন। ৯১ দিন পর কমল এই সংখ্যা৷ এই মুহুর্তে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৯৯,৭৭,৮৬১ জন।

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১,১৬৭ জনের৷ সারা দেশে কোভিডে মৃত্যু হয়েছে ৩,৮৯,৩০২ জনের। এই মুহুর্তে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৬,৬২,৫২১ জন।

কেরলে একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৭,৪৪৯ জন। তামিলনাড়ুতে একদিনে করোনা আক্রান্ত হয়েছে ৭,৪২৭ জন। কর্ণাটকে আক্রান্তের সংখ্যা ৪,৮৬৭ জন। দিল্লিতে আক্রান্তের সংখ্যা ১০০ নীচে নেমেছে। তবে অসমে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ২,৮০৫ জন।

সোমবার মহারাষ্ট্রে কোভিড আক্রান্ত হয়েছেন ৬,২৭০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লক্ষের অধিক। নতুন করে ডেল্টা প্লাস কোভিডে আক্রান্ত হয়েছে ২১ জন। যা ইতিমধ্যেই দুশ্চিন্তা বাড়িয়েছে।

প্রাক্তন অর্থমন্ত্রীর দেখানো পথেই প্রধানমন্ত্রী হচ্ছেন মমতা

সোমবার থেকে সারা দেশজুড়ে শুরু হয়েছে গণ টিকাকরণ। সোমবার সারা দেশে টিকা পেয়েছেন ৮৬ লক্ষের অধিক মানুষ। যা এখনও অবধি নতুন রেকর্ড গড়েছে। চলতি বছরের মধ্যে ১০০ কোটি অধিক মানুষকে টিকা দেওয়া হবে জানিয়ে আশ্বস্ত করেছে কেন্দ্র সরকার। কোভিডের তৃতীয় ঢেউয়ের আগে সর্বোচ্চ সংখ্যক মানুষকে টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।

সম্পর্কিত পোস্ট