সুপ্রিম কোর্টে নারদ মামলার শুনানি থেকে অব্যাহতি অনিরুদ্ধ বসু
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ নারদ মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং আইনমন্ত্রী মলয় ঘটক। মঙ্গলবার সেই মামলার শুনানি ছিল বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে।
এদিন সেই শুনানি থেকে নিজেকে সরিয়ে নিলেন বিচারপতি অনিরুদ্ধ বসু। মামলার শুনানির জন্য আলাদা বেঞ্চ গঠন করা হোক। প্রধান বিচারপতির কাছে অনুরোধ জানান বিচারপতি হেমন্ত গুপ্ত।
৯ জুন মুখ্যমন্ত্রীর হয়ে হলফনামা জমা দিতে উপস্থিত হন আইনজীবী রাকেশ দ্বিবেদী। কিন্তু হলফনামা জমা নেয়নি আদালত। আদালতের তরফে বলা হয় দু’পক্ষের সওয়াল জবাবের চলছে। তাই মুখ্যমন্ত্রীর হলফনামা জমা নেয়নি আদালত। হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। সেই মামলার শুনানি ছিল এদিন।
গত মে মাসে নারদকাণ্ডে অভিযুক্ত চার হেভিওয়েট সুব্রত মুখার্জী, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়দের গ্রেফতার করে সিবিআই।
সিবিআইয়ের গ্রেফতারির পরেই নিজাম প্যালেসে উপস্থিত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। নিজাম প্যালেসের বাইরে জমায়েত করেন তৃণমূল সমর্থকরাও। ওই দিন নিম্ন আদালতে শুনানি চলাকালীন আইনমন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে সমর্থকরা জমায়েত করায় অভিযোগ দায়ের হয়।
অভিযোগ, নিম্ন আদালতের বিচারপ্রক্রিয়ায় প্রভাবিত করা হয়েছে। ভিনরাজ্যে মামলা নিয়ে যাওয়ার জন্য কলকাতা হাইকোর্টের বৃহত্তর বেঞ্চে আবেদন জানায় সিবিআই।