আজ থেকে দৈনিক ৪ লক্ষ করে টিকা প্রদান, নবান্নে ঘোষণা মুখ্যমন্ত্রীর
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেই মাথাচাড়া দিয়ে উঠছে করোনার তৃতীয় ঢেউ। তাতে শিশুদের বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কা সবথেকে বেশী। মনে করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাজ্য সরকার একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে।
নবান্নে বুধবার রাজ্যের করোনা পরিস্থিতি পর্যালোচনা করার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, শিশুদের সংক্রমিত হওয়ার আশঙ্কা কমাতে তাদের মায়ের জরুরী ভিত্তিতে টিকা দেওয়ার উপরে জোর দেওয়া হচ্ছে। মায়ের মাধ্যমে যাতে বাচ্চারা সংক্রমিত না হয় তা নিশ্চিত করতে ১২ বছর পর্যন্ত বয়সী শিশুদের মায়েদেরকে তৎপরতার সঙ্গে টিকা দিতে প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার থেকে দৈনিক ৪ লক্ষ করে টিকা দেওয়া শুরু হবে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তাঁর আশা দৈনিক টিকা দানের লক্ষ্যমাত্রা বাড়াতে পারলেই, জুলাই মাসের মধ্যে ৭০ লক্ষ টিকা দেওয়া সম্ভব হবে। এতে মোট টিকা দেওয়ার সংখ্যা প্রায় ৩ কোটির কাছাকাছি পৌঁছে যাবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন ইতিমধ্যে রাজ্যে প্রায় ২ কোটি টিকার ডোজ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩৩ লক্ষ ডোজ দেওয়া হয়েছে গাড়ির চালক, সবজিওয়ালা থেকে মৎস্য ব্যবসায়ীদের মত সুপার স্প্রেডার হিসাবে চিহ্নিত পেশার মানুষকে।
দ্রুত মূল্যায়ণে ৩১ জুলাইয়ে ফল প্রকাশের সু্প্রিম নির্দেশে তৎপর রাজ্য
মুখ্যসচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানান, করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। সংক্রমনের শৃংখল ভাঙতে, রাজ্যজুড়ে ২৫০টি মাইক্রোকনটেনমেন্ট জোন করা হয়েছে। সেখানে টিকাকরণে জোর দেওয়া হচ্ছে।
অন্যদিকে তৃতীয় ঢেউ আসার আগে শিশুদের চিকিত্সা পরিকাঠামো মজবুত করার উপর আরও জোর দেওয়া হচ্ছে বলে মুখ্য সচিব জানিয়েছেন। জুলাইয়ের মধ্যে বিভিন্ন হাসপাতালে শিশুদের জন্য বেডের সংখ্যা বাড়ানো হবে। শিশুদের ভেন্টিলেটর ও অন্যান্য যন্ত্রপাতি বাড়ানো হচ্ছে। তাদের জন্য ১৩০০ আইসিইউ তৈরি করা হবে। জানা গিয়েছে স্বাস্থ্যভবন সূত্রে।