ভুয়ো ভ্যাকসিনে কোভিশিল্ডের বদলে অ্যামিকাসিন ! কিডনির রোগীদের ক্ষেত্রে মারাত্মক হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ কসবার ভুয়ো ভ্যাকসিন শিবিরে সম্ভবত ব্যবহার করা হয়েছে অ্যামিকাসিন। এটি অ্যামিনো গ্লাইকোসাইট গ্রুপের ড্রাগ। যাদের কিডনির অসুখ রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক হতে পারে। এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞ মহল।

বৃহস্পতিবার অভিযুক্ত দেবাঞ্জনের অফিসে তল্লাশি চালিয়ে ফ্রিজারের ভিতর থেকে প্রচুর অ্যমিকাসিনের ভয়েল উদ্ধার করেছে পুলিশ। ব্যবহৃত-অব্যবহৃত মিলিয়ে প্রায় ২০০ টি ভায়াল উদ্ধার হলেও তার একটিরও মেয়াদের তারিখ লেখা ছিল না।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ওষুধটি সাধারণথ জীবাণুঘটিত সংক্রমণে ব্যবহার করা হয়। যেমন ম্যানিনজাইটিস, রক্তে সংক্রমণ, পেটের সংক্রমণ জনিত যন্ত্রণা ও ফুসফুসের সংক্রমণে এই ওষুধ ব্যবহার হয়ে থাকে। ঠিক কত সংখ্যক মানুষ এই ভ্যাকসিন নিয়েছেন, তা নিয়ে এখনও সংশয় থেকেই যাচ্ছে। তবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, কয়েকশো মানুষ এই জাল করোনা টিকা নিয়েছেন।

পাউডারের সঙ্গে জল মিশিয়ে তরল করে তা ইনজেক্ট করা হচ্ছিল মানব শরীরে! কসবা ভুয়ো ভ্যাকসিন কান্ডে থরহরি কম্প!

অতীন ঘোষের কথায়, “যদি সঠিক ভ্যাকসিন হতো তাহলে ভ্যাকসিনের গায়ের রিকম্বিনেন্ট লেখা থাকত না।” এছাড়াও আরও সন্দেহ বাড়ার কারণ, ভ্যাকসিনের গায়ে কোনও রকমের ব্যাচ নম্বর, বা মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায়। ভ্যাকসিনটি সম্পূর্ণ জাল। তদন্তকারীরা ক্যাম্প থেকে বহু অব্যবহৃত ভ্যাকসিনের শিশি বা ভয়েল উদ্ধার করেছেন। নমুনা ফরেনসিকে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট