এখনই লোকালে সম্মতি নেই মুখ্যমন্ত্রীর, যাত্রী সুবিধার্থে বাড়ল স্টাফ স্পেশালের সংখ্যা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যে এখনই লোকাল ট্রেন পরিষেবা চালু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে তিনি বলেন “এখন ট্রেন চালালে করোনা আরও ছড়িয়ে পড়তে পারে। তাই করোনা আরো একটু না কমলে ট্রেন চালানো সম্ভব নয়।”

এই পরিস্থিতিতে অফিস যাত্রীদের কথা ভেবে স্টাফ স্পেশালের সংখ্যা অনেকটাই বাড়াল রেল কর্তৃপক্ষ। শুক্রবার ৪০টি অতিরিক্ত ট্রেন চলবে শিয়ালদহ ডিভিশনে। শনি-রবি অধিকাংশ অফিস ছুটি থাকায় ট্রেনের সংখ্যা একই থাকবে। সোমবার থেকে ৬০টি অতিরিক্ত ট্রেন চলবে। অর্থাৎ, শিয়ালদহ শাখায় মোট ১০০টি ট্রেন বাড়ছে। সোমবার থেকে শিয়ালদহ ডিভিশনে ৩৫৯টি ট্রেন চলবে। হাওড়া ডিভিশনেও সোমবার থেকে ১০০টি ট্রেন বাড়ছে। ২৫৪টি ট্রেন চলবে হাওড়া ডিভিশনে।

মুখ্যমন্ত্রী বৃহস্পতিবার নবান্নে দাবি করেন, “ট্রেন বন্ধ থাকলেও পণ্য পরিবহণে সেভাবে সমস্যা হচ্ছে না। কারণ, সব্জি-সহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী সড়ক পথে পরিবহণে ছাড় দেওয়া রয়েছে।”

লোকাল ট্রেনের দাবিতে গত কয়েকদিন ধরেই বিভিন্ন স্টেশনে বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবারও লোকাল ট্রেন চালুর দাবিতে বিক্ষোভে উত্তাল হয়েছে শিয়ালদহ দক্ষিণ শাখা। বুধবারেও বিক্ষোভ চলে মল্লিকপুর স্টেশন সংলগ্ন এলাকায়।

বৃহস্পতিবার বিক্ষোভ ওঠাতে গেলে পুলিশকে তাড়া করেন বিক্ষোভকারীরা। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িও। সংবাদমাধ্যমের কর্মীদেরও উপরও চড়াও হওয়ার অভিযোগ উঠেছে বিক্ষোভকারীদের বিরুদ্ধে। এই পরিস্থিতিতে রাজ্যকে ফের চিঠি দেয় রেল কর্তৃপক্ষ।

Fake Vaccination: রাজনৈতিক যোগসূত্র স্থাপন থেকে চাকরির ইন্টারভিউ, দেবাঞ্জনের প্রতারণার জালে বহু

সূত্রের খবর, চিঠিতে বলা হয়েছে, স্টাফ স্পেশাল ট্রেনে এত যাত্রী পরিবহণ সম্ভব নয়।  আইনশৃঙ্খলাজনিত সমস্যা বাড়ছে। লোকাল ট্রেনের পরিষেবা স্বাভাবিক না হলে সমস্যা আরও বাড়বে। এই আবেদন জানিয়ে রাজ্যকে ফের চিঠি দিতে চলেছে রেল।

এদিনই নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, সংক্রমন আরও না কমা অবধি বন্ধ থাকবে লোকাল ট্রেন। গত বছর, ২৩ মার্চ থেকে ১০ নভেম্বর পর্যন্ত, দীর্ঘ ৯ মাস বন্ধ ছিল ট্রেন পরিষেবা। সংক্রমণ কমার পর গত ১১ নভেম্বরে ফের চলতে শুরু করে লোকাল ট্রেন। কিন্তু, করোনার সেকেন্ড ওয়েভে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় ফের ৫ মে থেকে বন্ধ করে দেওয়া হয় সব লোকাল।তবে আরো কতদিন লোকাল ট্রেন বন্ধ থাকবে সে ব্যাপারে কিছু বলেননি মুখ্যমন্ত্রী।

সম্পর্কিত পোস্ট