হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেরাই করোনা প্রতিষেধক নেওয়ার বন্দোবস্ত করলেন তৃতীয় লিঙ্গের মানুষরা

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ দীর্ঘদিন লকডাউনের ফলে রুটি রুজি বন্ধ রপমানুষদের। সরকারী সাহায্য তেমন মেলেনি। সামাজিক ও আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা। তবুও বাঁচার লড়াই চালিয়ে যাচ্ছেন ভালো দিন ফিরে আসার আশায়।

এবার হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করে নিজেদের করোনা প্রতিষেধক টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা নিজেরাই। উত্তর ২৪ পরগনা জেলার বারাসাত, ব্যারাকপুর সহ গোটা জেলায় এই হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে সমাজে অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষেরা সংগঠিত হয়েছেন।

বারাসাত ১ ও ২ নম্বর, ব্যারাকপুর ১ ও ২ নম্বর, আমডাঙ্গা, দেগঙ্গা, হাবড়া, অশোকনগর, রাজারহাট সহ বহু ব্লকের থেকে তৃতীয় লিঙ্গের মানুষেরা এই হোয়াটস অ্যাপ গ্রুপে যোগদান করেছেন করোনা টিকা গ্রহণের জন্য। পাশাপাশি সাংগঠনিক ভাবে বসিরহাট এবং বনগাঁর মহকুমায় একই ভাবে তৃতীয় লিঙ্গের মানুষদের টিকা করণ করার পরিকল্পনা রয়েছে।

মেধা থাকলে তার স্ফূরণ ঘটবেই যার বাস্তব উদাহারণ অস্মিতা সরকার

জেলার প্রতিটি মহকুমা ও ব্লক স্তরে প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানিয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা। প্রশাসনিক স্তরে করোনা টিকা গ্রহণের ক্ষেত্রে জেলা স্বাস্থ্য দপ্তর এবং জেলা প্রশাসনের সব রকম সাহায্য পেয়েছেন বলেও জানান টিকাগ্রহীতারা।

জানা গেছে সামাজিক বিদ্রুপের ভয়ে লোক চক্ষুর আড়ালে থাকা অনেক তৃতীয় লিঙ্গের মানুষেরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে গোপনে নাম লিখিয়েছেন টিকা নেওয়ার জন্য। এক একটি হোয়াটস অ্যাপ গ্রুপে একশো থেকে দেড়শো জন করে তৃতীয় লিঙ্গের মানুষ আছেন। তাদের বসবাসের দূরত্ব অনুযায়ী জেলার বিভিন্ন ব্লকে ব্লকে ২০ জন করে তৃতীয় লিঙ্গের মানুষদের টিকা করণ করা হচ্ছে। তৃতীয় লিঙ্গের পুরুষ ও নারী উভয়েই এই অ্যাপের মাধ্যমে নাম নথিভুক্ত করে টিকা গ্রহণ করতে পারবেন।

সম্পর্কিত পোস্ট