করোনা ভ্যাকসিনে শাসকদলের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগে বিস্ফোরক শান্তনু ঠাকুর

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ  শুক্রবার বারাসাতের একটি রক্তদান কর্মসূচীতে উপস্থিত হয়েছিলেন বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। সেখানেই মুকুল রায়ের পিএসি পদের অনুমোদন নিয়ে বেনজির আক্রমণ করলেন শাসক শিবিরকে। বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলেন, আইনগত দিক থেকেই সিদ্ধান্ত হবে কার ওই জায়গাটা প্রাপ্য। কে ওই জায়গাটায় বসতে পারবে।  আমার বক্তব্য কোন বড় কথা নয়। বিতর্কে গিয়ে কোন লাভ নেই। যেটা ন্যায্য, যেটা আইনগত হবে সেটাই হবে।

একইসঙ্গে এদিন দেবাঞ্জন দেব ইস্যুতেও শাসকদলকে নিশানা করতে ছাড়েননি তিনি। বলেন, ভ্যাকসিন দোকানে বিক্রি হচ্ছে। হাসপাতাল থেকে জোরপূর্বক তা নিয়ে স্বজনপোষণ চলছে। করোনা ভ্যাকসিন নিয়ে দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর বলেন, সেন্ট্রাল থেকে যাই আসবে তা নিয়ে দুর্নীতি চলছে। এই বিষয় নিয়ে রাজ্যের রাজ্যপাল, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। এটা বেশিদিন চলবে না।

হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে নিজেরাই করোনা প্রতিষেধক নেওয়ার বন্দোবস্ত করলেন তৃতীয় লিঙ্গের মানুষরা

ভুয়ো আইএএস গ্রেপ্তার প্রসঙ্গে শান্তনু ঠাকুর বলেন, শুধু ভ্যাকসিন দুর্নীতি হচ্ছে না। দোকান বাজারে বিক্রিও হচ্ছে শোনা যাচ্ছে। প্রশাসন রয়েছে, তারা অবশ্যই তদন্ত করবেন। করোনা পরিস্থিতিতে রক্ত সংকট মেটাতে বারাসাত চাঁপাডালি মোড়ে রক্তদান শিবির আয়োজন করল বারাসাত অঙ্গীকার ওয়েলফেয়ার সোসাইটি। রক্তদান জীবন দান। রক্তদান মহান দান । এই অঙ্গীকারের উদ্যোগ নিল অঙ্গীকার ওয়েলফেয়ার সোসাইটি। এদিন সেই অনুষ্ঠানেই যোদ দিয়েছিলেন শান্তনু ঠাকুর।

সম্পর্কিত পোস্ট