সরকারী হোক বা বেসরকারী, Vaccination Camp-এ স্বাস্থ্য দফতরের অনুমতি বাধ্যতামূলক
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ ভুয়ো ভ্যাকসিন শিবিরের আয়োজন করার মতো ঘটনা রুখতে রাজ্য সরকার বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেছে। মুখ্যসচিব হরেকৃষ্ণ দ্বিবেদী আজ সন্ধ্যায় নবান্ন থেকে সব জেলার জেলা শাসকদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠক করেন। সেখানে ভ্যাকসিনের কেন্দ্রগুলি সরকারি বা বেসরকারি ভাবে আয়োজন করা হলেও বাধ্যতামূলক ভাবে রাজ্যের অনুমোদন নিতে হবে বলে জানানো হয়েছে।
এই বিষয়ে প্রশাসনকে কড়া নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। ভ্যাকসিনের জন্য কেন্দ্রগুলিতে অনুমোদিত সিভিসি নম্বর এবং আবশ্যিকভাবে কো উইন অ্যাপ সফটওয়্যার ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।
ভ্যাকসিন গুলিতে নির্দিষ্ট ব্যাচ নম্বর এবং ডেট অফ এক্সপেয়ারির উল্লেখ থাকতে হবে। সব পুরসভা, পুরনিগম, গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি কে বাধ্যতামূলকভাবে সরকারি নিয়ম মানতে হবে বলেও নির্দেশ দেওয়া হয়েছে। এইদিকে স্বাস্থ্য দপ্তর থেকে আজ সন্ধ্যায় এই বিষয়ে একটি আদর্শ আচরণ বিধিও জারি করা হয়েছে।
রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, কোনো বেসরকারি প্রতিষ্ঠান যদি কোথাও টিকাকরণ কেন্দ্রের ব্যবস্থা করতে চায় তবে অবশ্যই স্বাস্থ্যদপ্তরকে মানতা দিতে হবে। স্বাস্থ্য দপ্তরকে না জানিয়ে কোথাও কোনো টিকাকরণ কেন্দ্রের আয়োজন করা যাবেনা।
দীর্ঘ বিবৃতিতে আরও একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সংশ্লিষ্ট নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণ কেন্দ্রের সমস্ত ব্যবস্থাপনা করতে হবে। এক্ষেত্রে জেলাগুলিতে সিএমওএইচ এবং কলকাতার ক্ষেত্রে স্বাস্থ্য ভবন এডিএইচএসের অনুমতি বাধ্যতামূলক।
ভুয়ো ভ্যাকসিন আটকাতে স্বাস্থ্যদপ্তরকে নতুন পোর্টাল চালুর আর্জি কলকাতা পুরনিগমের
স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা রাজ্যের প্রতিটি ভ্যাক্সিনেশন কেন্দ্রে গিয়ে কাজের ওপর নজর রাখবেন। পান থেকে চুন খসলেই নির্দিষ্ট টিকাকরণের অনুমতি বাতিল করা হবে। সপ্তাহান্তে কারা কারা ওই কেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছেন, ভ্যাকসিন নেওয়ার পর কোন সমস্যা হয়েছে কিনা সমস্ত বিস্তারিত বিবরণ জমা করতে হবে স্বাস্থ্য ভবনে।
বাড়ি বাড়ি গিয়ে হোক কিংবা নির্দিষ্ট কোন এলাকায় গিয়ে বেসরকারি সংস্থাগুলো ভ্যাকসিন দিতে পারবে। তবে সবটাই নির্ভর করবে স্বাস্থ্য ভবনের অনুমতির উপর। প্রতিটি জেলার ওয়েবসাইটে সমস্ত তথ্য ভ্যাক্সিনেশন ক্যাম্প সম্পর্কিত দেওয়া থাকবে। তা দেখেই সংশ্লিষ্ট ক্যাম্পে টিকা নিতে যাবেন সাধারন মানুষ।