১০০ দিন পর দেশে করোনা আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ প্রায় ১০০ দিন পর দেশে করোনা আক্রান্তের সংখ্যা নামল ৪০ হাজারের নীচে। এপ্রিল মাসে পর সর্বনিম্ন এই সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৭,৫৬৬ জন। মোট আক্রান্তের সংখ্যা ৩,০৩,১৬,৮৯৭ জন।

কমেছে মৃতের সংখ্যাও। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৯০৭ জনের৷ দেশে মোট মৃতের সংখ্যা ৩,৯৭,৮৩৭ জন। গত ২৪ ঘন্টায় কমেছে সংক্রমণের হারও৷ এই মুহুর্তে দেশে করোনা সংক্রমণের হার ২.১২ শতাংশ। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫,৫২,৬৫৯ জন।

অস্থায়ী টিকাকরণ শিবির আয়োজনের ক্ষেত্রে নির্ধারিত বেসরকারি হাসপাতালে সঙ্গে বাঁধতে হবে গাঁটছড়া

দৈনিক আক্রান্তের নিরিখে এখনও প্রথম স্থানে রয়েছে কেরল। গত ২৪ ঘন্টায় কেরলে করোনা আক্রান্ত হয়েছেন ৮,০৬৩ জন। মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত হয়েছেন ৬,৭২৭ জন। তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৪,৮০৪ জন। কর্ণাটকে একদিনে আক্রান্ত হয়েছেন ২,৫৭৬ জন। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্ত হয়েছেন ১,৭৬১।

করোনার তৃতীয় ঢেউয়ের কথা মাথায় রেখে দেশে জোর কদমে চলছে টিকাকরণ প্রক্রিয়া। এখনও অবধি টিকা নিয়েছেন ৩২ কোটি ৯০ লক্ষের অধিক মানুষ। জুলাই থেকে টিকাকরণের গতি বাড়বে বলে জানিয়েছে কেন্দ্র। ১২ কোটি ভ্যাকসিন সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির জন্য বরাদ্দ করা হয়েছে৷ এর মধ্যে ১০ কোটি কোভিশিল্ড এবং ২ কোটি কোভ্যাকসিন রয়েছে। চলতি বছরের মধ্যে দেশের সমস্ত মানুষকে টিকা দিতে চায় কেন্দ্র সরকার৷

সম্পর্কিত পোস্ট