সেনাবাহিনীর গুলিতে খতম লস্কর-ই-তৈবার কম্যান্ডার সহ ১, উদ্ধার অস্ত্র

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ উপত্যকায় জঙ্গি দমনে বড়সর সাফল্য ভারতীয় সেনার। শ্রীনগরের পারিমপোরা এলাকায় লস্কর-ই-তৈবার কমান্ডার নাদিম আবরার এবং এক পাকিস্তানি জঙ্গিকে খতম করে ভারতীয় সেনা। সোমবার রাতেই তাকে পারিমপোরা এলাকা থেকে গ্রেফতার করেছিল সিআরপিএফ এবং জম্মু পুলিশের যৌথ বাহিনী। সংঘর্ষস্থল থেকে প্রচুর পরিমাণে বিস্ফোরক এবং দুটি AK47 রাইফেল উদ্ধার হয়েছে বলে জম্মু-কাশ্মীর পুলিশ জানিয়েছে।

গোপন সূত্রের খবর পেয়েই পারিমপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী এবং জম্মু – কাশ্মীর পুলিশের যৌথ উদ্যোগে পুলিশ জানিয়েছে সেই সময় সন্দেহজনক একটি গাড়ি আটকায় তারা। সবার পরিচয় জানতে চাওয়া হয়। সেই সময় গাড়ির পিছনে বসে থাকা আরোহী ব্যাগ খুলে গ্রেনেড বের করে। নজরে আসতেই সেই ব্যক্তিকে এবং গাড়িচালককে থানায় নিয়ে যাওয়া হয়। জেরায় পুলিশ জানতে পারে ধৃত ব্যক্তি লস্কর-ই-তৈবা কমান্ডার নাদিম।

তাকে জেরা করে পুলিশ জানতে পারে মালুরা এলাকায় একটি বাড়িতে লুকিয়ে রয়েছে তার সঙ্গী এবং কিছু অস্ত্র। তাকে সঙ্গে নিয়েই ওই বাড়ি থেকে অস্ত্র উদ্ধারে যায় যৌথবাহিনী। বাড়ির ভিতরে ঢুকতে গেলে এই যৌথ বাহিনীর ওপর হামলা চালায় বাড়িতে লুকিয়ে থাকা নাদিমের সঙ্গী। পাল্টা জবাব দেয় সেনাবাহিনী। সেই পাল্টা সংঘর্ষেই নিহত হয়েছে দুজনেই।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী বৈঠকের পর জম্মু-কাশ্মীরের নিরাপত্তা নিয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। শ্রীনগরে গ্রেনেড বিস্ফোরণের পর রবিবার জম্মু বিমান ঘাঁটিতে জঙ্গিদের ড্রোন হামলা নিয়ে নতুন করে আশঙ্কা তৈরি হয়েছে। পাক সীমান্ত থেকে ১৬ কিলোমিটার দূরে ওই বিমান ঘাঁটিতে সর্বদা কড়া নজিরদারি থাকে নিরাপত্তা বাহিনীর।

১০০ দিন পর দেশে করোনা আক্রান্তের সংখ্যা সর্বনিম্ন

সূত্রের খবর, রবিবার রাত ১ টা ৩৭ এবং ১ টা ৪৩ নাগাদ পরপর দুটি বিস্ফোরণে কেঁপে ওঠে বিমান ঘাঁটি। প্রায় ১ কিলোমিটার দূর থেকে শোনা যায় বিস্ফোরণের শব্দ। ঘটনায় বায়ু সেনার দুই জন কর্মী আহত হয়েছেন। একটি বোমার আঘাতে টেকনিকাল বিভাগের ছাদে ক্ষতি হয়েছে। অন্যটি ফাঁকা জায়গাতেই পড়েছে।

এরপর সোমবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় এক স্পেশাল পুলিশ অফিসারের বাড়িতে জঙ্গি হামলার পর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। গুলিতে ঝাঁঝরা পুলিশ অফিসার এবং তাঁর স্ত্রী। দীর্ঘ সময় হাসপাতালে থাকার পর মৃত্যু হয় তার মেয়েরও।

পুলিশ সূত্রে খবর, স্পেশাল পুলিশ অফিসারের নাম ফায়েজ আহমেদ। অবন্তীপোরার হরিপরিগামের বাসিন্দা ওই ব্যক্তি। রবিবার রাত ১১ টা নাগাদ পুলিশ অফিসারের বাড়িতে প্রবেশ করে অতর্কিত হামলা চালায় জঙ্গিরা৷ গুলিতে ঝাঁঝরা হয় তাদের দেহ।

সম্পর্কিত পোস্ট