স্বাস্থ্য ব্যবস্থায় দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতি সহ একাধিক দাবিতে বারাসাতে CMOH-র দপ্তরের সামনে বিক্ষোভ বামেদের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় দূর্নীতি অনিয়ম ও জালিয়াতি সহ একাধিক বিষয়ে প্রতিবাদ জানাতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভে সামিল বামেরা। এদিন CMOH-এর কাছে একটি স্মারকলিপি জমা দিল ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্কসবাদী বারাসাত পশ্চিম-উত্তর এরিয়া কমিটি।

মঙ্গলবার দুপুরে সিপিআইএম বারাসাত পশ্চিম-উত্তর এরিয়া কমিটির পক্ষ থেকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে বিক্ষোভ করে স্মারকলিপি দেওয়া হয়।  মূলত তাঁদের দাবি , রাজ্য স্বাস্থ্য ব্যবস্থায় ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও জালিয়াতি চলছে, সাধারণ মানুষকে স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত রাখা হয়েছে। এই ব্যাপারে কেন্দ্রীয় ও রাজ্য সরকার উভয়ই ব্যর্থ এবং তাদের উদাসীন মনোভাব।

অবিলম্বে এর প্রতিকার চেয়ে বারাসাত জেলা হাসপাতাল জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে বিক্ষোভ করে স্বাস্থ্য আধিকারিক দপ্তরে স্মারকলিপি দিল CPIM বারাসাত পশ্চিম উত্তর এরিয়া কমিটি।

উল্লেখ্য,  জাল প্রতিষেধক-কাণ্ডের প্রতিবাদে সোমবার বাম ছাত্র ও যুবদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরী হয় কলকাতা পুর ভবন ও বিধাননগরে স্বাস্থ্যভবনের সামনে। দু’জায়গাতেই পুলিশ বিক্ষোভকারীদের উপরে লাঠি চালিয়েছে বলে বামেদের অভিযোগ।

লকডাউনে বন্ধ স্কুল, বাড়ি বাড়ি পড়ুয়াদের পড়াচ্ছেন শিক্ষক, মাসিক বেতনে কিনে দিচ্ছেন বই-খাতাও

পুলিশের আচরণের প্রতিবাদে ও প্রতিষেধক-কাণ্ডে জড়িত সকলের গ্রেফতারির দাবিতে মঙ্গল ও বুধবার রাজ্যের সব থানায় বিক্ষোভের ডাক দেয় সিপিএমের ছাত্র, যুব, মহিলা ও শ্রমিক সংগঠন।  সিপিএম নেত্রী কনীনিকা বসুর অভিযোগ করেন, ‘‘এত বড় ঘটনা পুরসভার যোগসাজশ ছাড়া হতে পারে না। আমাদের দাবিপত্র না নিয়ে পুলিশ দিয়ে আমাদের উপরে লাঠিচার্জ করা হয়েছে। ৪৩ জনকে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়।’’

রাতের দিকে তাঁরা জামিনে মুক্তি পান। স্বাস্থ্য ভবনের সামনেও বিক্ষোভ দেখায় বামেরা। হাজির ছিলেন অন্যান্য গণ-সংগঠনের নেতা-কর্মীরাও।

সম্পর্কিত পোস্ট