সংক্রমনের হার কমলেও নজরদারিতে গাফিলতি নয়, রাজ্যকে চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের

দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ করোনার সংক্রমনের হার কমলেও নজরদারিতে যাতে কোনরকম গাফিলতি না করা হয় সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার রাজ্য গুলোকে পুনরায় সতর্ক করে দিয়েছে। সংক্রমনের হার নিম্নমুখী হলেও পরিস্থিতি সঠিক ভাবে পর্যালোচনা করে তবেই যাতে বিধি-নিষেধ শিথিল করা হয়। তা নিশ্চিত করতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা সমস্ত রাজ্যের মুখ্য সচিব এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসকদের চিঠি দিয়েছেন।

সেখানে তিনি জানিয়েছেন করোনা সংক্রমণ কমতে শুরু করায় বিভিন্ন রাজ্য কঠোর বিধি নিষেধ কিছুটা শিথিল করেছে। তবে এর ফলে সংক্রমণ ফের বাড়ছে কিনা, হাসপাতালের শয্যা কত খালি থাকছে সেদিকে কড়া নজর রাখতে হবে। যেসব জেলায় লোক সংখ্যা বেশি সেগুলিকে বিশেষ নজরদারির আওতায় আনতে হবে।

বারাসাতে ডেল্টা প্লাসের এখনও কোনো নজীর নেই দাবী বারাসাত পুরসভার পক্ষে

করোনা সংক্রমনের সংখ্যা ঊর্ধ্বমুখী হলে সেসব জায়গায় তৎক্ষণাৎ বিধি নিষেধ জারি করতে হবে। করোনা সংক্রমণ মোকাবিলায় নমুনা পরীক্ষা, নজরদারি, চিকিৎসা, টিকাকরণ এবং করোনা বিধি মেনে চলা। এই পাঁচটি কৌশল মেনে চলার ওপরে তিনি জোর দেন বেশী করে। জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলকে স্বাস্থ্যমন্ত্রীকে বেঁধে দেওয়া গাইডলাইন মেনে চলার ব্যাপারে নির্দেশ দিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজ্যগুলিকে আবেদন জানিয়েছেন।

সম্পর্কিত পোস্ট