“আর কত অপেক্ষা করবে ৩৫ হাজার ছাত্রছাত্রী?” প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় হাইকোর্টের স্থগিতাদেশে অসন্তুষ্ট মমতা
দ্য কোয়ারি ওয়েবডেস্কঃ রাজ্যের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে ফের আদালতে মামলা দায়ের হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একশ্রেণীর মানুষ দায়িত্বজ্ঞানহীন ভাবে ছাত্র-ছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করতে এই নিয়োগ প্রক্রিয়া আটকে দিচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন,যে তালিকা কোর্ট বাদ দিয়েছিল, সেই তালিকার লোকই কেস করেছে। আর কত অপেক্ষা করবে ৩৫ হাজার ছাত্রছাত্রীরা? এখন কিছু কোর্ট বাবু হয়েছে। কিছু রাজনৈতিক নেতা হয়েছে হিংসুটে। কাঁথি ব্যাঙ্কে চুরির বিরুদ্ধে অভ্যন্তরীণ অডিট হচ্ছে। রিট পিটিশন করে বসে আছে? এত ভয় কেন? আটকে দেওয়া যাতে তদন্ত না হয়।
তিনি বলেন, কাঁথি ব্যাঙ্কেও তদন্ত হবে। অর্থ দফতর তদন্ত করবে। দুর্নীত অভিযোগ এসেছে। কাঁথি ব্যাঙ্কে কত টাকা আছে দেখব না? ভূতদের তো বের করতে হবে। ভূতেদের মুখে সেজন্য রামনাম, হরিনাম চলছে। সব কিছুকে কেস করে বন্ধ করে দাও। কলকাতা হাইকোর্টকে সম্মান করি। সেই সম্মানটা যেন অক্ষুন্ন থাকে। তদন্ত হচ্ছে তো এই কারণে। ভূতেদের টাকা আছে। কার টাকা আছে বেনামে? খুঁজে বের করতে হবে না!
উল্লেখ্য, উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। চাকরিপ্রার্থীদের দায়ের করা একটি মামলার শুনানিতে নিয়োগে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উচ্চ প্রাথমিকে প্রায় ১৪,৫০০টি শূন্যপদ পূরণের লক্ষ্যে সম্প্রতি ইন্টারভিউর তালিকা প্রকাশ করে রাজ্য সরকার।
এদিন আদালতের তরফে জানানো হয় আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে উচ্চ প্রাথমিকের নিয়োগপ্রক্রিয়া। শুক্রবার ফের মামলাটির শুনানির দিন ধার্য হয়েছে। মামলাকারীদের দাবি, সম্প্রতি রাজ্য সরকারের তরফে ইন্টারভিউর যে তালিকা প্রকাশ করা হয়েছে তা নিয়ম মেনে হয়নি। সেখানে ব্যপক স্বজনপোষণ ও দুর্নীতি হয়েছে। তার জেরেই গত তালিকায় নাম থাকা অনেক যোগ্য প্রার্থীরই এই তালিকায় নাম নেই। এই অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন চাকুরিপ্রার্থীরা।
সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্যে প্রচুর শূন্যপদে নিয়োগ করবে রাজ্য সরকার। পুজোর আগে উচ্চ প্রাথমিকে প্রায় ১৪,৫০০ ও প্রাথমিকে ১০,০০০ পদে নিয়োগ হবে। পুজোর পরে আরও নিয়োগ করবে সরকার। সব মিলিয়ে প্রায় ৩২,০০০ শূন্যপদে নিয়োগর পরিকল্পনা রয়েছে সরকারের। সঙ্গে তিনি জানান, যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন। এজন্য লবি করার দরকার নেই।